ক্রমিক সংখ্যা

সমঝোতা/নথিপত্র

ভারতের পক্ষে সাক্ষরকারি

দক্ষিণ কোরিয়ার পক্ষে সাক্ষরকারি

উদ্দেশ্য

উন্নত সার্বিক অর্থনৈতিক অংশিদারিত্ব চুক্তির দ্রুত সাফল্য নিয়ে যৌথ বিবৃতি

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু

সেদেশের বাণিজ্য, শিল্প ও শক্তি বিষয়ক মন্ত্রী কিম হিউন-চোঙ

ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সুসংহত অর্থনৈতিক অংশিদারিত্ব চুক্তি সম্পর্কে চলতি আলোচনার পথ প্রশস্ত করতে চিংড়ি, শামুক ও প্রক্রিয়াজাত মাছ সহ অবাধ বাণিজ্যের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির চিহ্নিতকরণ।

শিল্প বাণিজ্য সহায়ক ব্যবস্হাপনা

কেন্দ্রীয়  বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু

সেদেশের বাণিজ্য, শিল্প ও শক্তি বিষয়ক মন্ত্রী কিম হিউন-চোঙ

শিল্প বাণিজ্য ক্ষেত্রে সহায়ক ব্যবস্হাপনায় সহযোগিতার জন্য সরকারি আধিকারির ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সহযোগিতা কমিটির মাধ্যমে আলাপ-আলাচনা ও তথ্য বিনিময় করে পণ্য ব্যবস্হাপনা, ভর্তুকিপ্রদান ও সুরক্ষামূলক ব্যবস্হা গড়ে তোলা

ভবিষ্যৎ কৌশল নির্ধারক গোষ্ঠী সংক্রান্ত্র সমঝোতাপত্র

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্দ্রী ডঃ হর্ষবর্ধন

সেদেশের বাণিজ্য, শিল্প ও শক্তি বিষয়ক মন্ত্রী হিউন-চোঙ এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্দ্রী ইউ ইয়ং মিন

চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ-সুবিধাগুলিকে কাজে লাগিয়ে বাণিজ্যিকিকরণের জন্য আধুনিক প্রযুক্তির মনোন্নয়নে সহযোগিতা গড়ে তোলা। এইজন্য ইন্টারনেট অফ থিংক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্মার্ট ফ্যাক্টরি, থ্রি-ডি মুদ্রণ, বৈদ্যুতিন যানবাহন প্রভৃতি ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে।

২০১৮-২২ পর্যন্ত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

কেন্দ্রীয় সংস্কৃতি সচিব রাঘবেন্দ্র সিং

ভারতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত শিন বঙ কিল

সাংস্কৃতিক পর্যায়ে এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও নিবিড় করতে সঙ্গীত ও নৃত্য, রঙ্গমঞ্চ, শিল্প প্রদর্শনী, মহাফেজখানা, নৃ-তত্ব, সংগ্রহালয় প্রদর্শনী ও গণমাধ্যম কর্মসূচির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রসার ঘটানো।

বিজ্ঞান ও শিল্পগবেষণা পর্ষদ (সিএসআইআর) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পর্ষদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতাপত্র

সিএসআইআর-এর মহানির্দেশক ডঃ গিরিশ সাহনি

সেদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পর্ষদের চেয়ারম্যান ডঃ উন ওয়াং ইউন

বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি সুলভে জল শোধন প্রযুক্তি, দ্রুত পরিবহন ব্যবস্হা, নতুন বা বিকল্প সামগ্রী, পরম্পরাগত ওষুধপত্র প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলা।

রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (আরডিএসও) এবং কোরিয়া রেলরোড রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতার লক্ষে সমঝোতাপত্র

আরডিএস-ও মহানির্দেশক এম হুসেন

সেদেশের প্রতিষ্ঠানটির সভাপতি না হি সিউং

রেল সংক্রান্ত গবেষণা, রেল সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময় ও রেল শিল্প সংস্হাগুলির মানোন্নয়নের জন্য সহযোগিতা গড়ে তোলা। একই সঙ্গে ঐ দুই সংস্হা ভারতে রেল গবেষণা ও মানোন্নয়ন সংক্রান্ত একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি যৌথ গবেষণা প্রকল্পগুলির পরিকল্পনা রচনা ও রূপায়ণের সম্ভাবনা খুঁজে বের করবে।

জৈব প্রযুক্তি ও জৈব অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতার লক্ষে সমঝোতাপত্র

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডঃ হর্ষবর্ধন

সেদেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইউ ইয়ং মিন

স্বাস্হ্য, ওষুধপত্র, কৃষি-মৎস্য সামগ্রী, ডিজিটাল স্বাস্হ্য পরিচর্যা, মস্তিষ্ক গবেষণা ও পরবর্তী প্রজন্মের চিকিৎসা সাজ-সরঞ্জাম ক্ষেত্রে জৈব প্রযুক্তি ও জৈবিক তথ্যের আদান-প্রদানের জন্য সহযোগিতা গড়ে তোলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ টেলি যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে সমঝোতাপত্র

টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী মনোজ সিনহা

সেদেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইউ ইয়ং মিন

অত্যাধুনিক টেলি যোগাযোগ তথা তথ্য ও যোগযোগ প্রযুক্তি পরিষেবার মানোন্নয়ন, আধুনিকিকরণ ও সম্প্রসারণের পাশাপাশি বির্পযয় ব্যবস্হাপনা, আপৎকালীন পরিস্হিতি ও সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে ৫ জি, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা প্রভৃতি পরবর্তী প্রজন্মের যোগাযোগ নেটওয়ার্কগুলিকে কাজে লাগানোর লক্ষে সহযোগিতা গড়ে তোলা।

ভারতের জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম ও সেদেশের ক্ষুদ্র তথা মাঝারি বাণিজ্য নিগমের মধ্যে অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে সহযোগিতার লক্ষে সমঝোতাপত্র

জাতীয় ক্ষুদ্র শিল্প নিগমের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডাইরেক্টর শ্রী রবীন্দ্রনাথ

সেদেশের ক্ষুদ্র ও মাঝারি বাণিজ্য নিগমের সভাপতি লি স্যাং জিক

উভয় দেশের অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রের উন্নয়ন এবং বিশ্ব বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে সহযোগিতা স্হাপন। সেইসঙ্গে প্রযুক্তির বিনিময়কেন্দ্র স্হাপনের সম্ভাবনা খুঁজে বের করা।

১০

গুজরাট সরকার ও কোরিয়া বাণিজ্য প্রসার এজেন্সির মধ্যে সমঝোতাপত্র

গুজরাট সরকারের শিল্প ও খনি বিষয়ক মুখ্য সচিব শ্রী এম. কে দাস

সেদেশের হয়ে সাক্ষর করেন কোরিয়া বাণিজ্য বিনিয়োগ প্রসার এজেন্সির সভাপতি তথা সিইও ওন পিয়ং-ওহ্

শহরাঞ্চলীয় পরিকাঠামো, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি সম্পর্কিত শিল্প, স্টার্টআপ শিল্প, দক্ষতা প্রশিক্ষণ ও উন্নয়ন এবং পুর্ননবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার শিল্প সংস্হা ও গুজরাট সরকারের মধ্যে শিল্প তথা বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি করা। দক্ষিণ কোরিয়ার ঐ সস্হাটি আমেদাবাদে একটি সংস্হা চালু করবে এবং প্রগতিশীল গুজরাট বিশ্ব শীর্ষ সম্মেলন ২০১৯-এর অন্যতম প্রধান অংশীদার সংগঠন হবে।

১১

রানী সুরিরত্ন স্মৃতি প্রকল্প সম্পর্কিত সমঝোতাপত্র

এই সমঝোতাপত্রে সাক্ষর করেন উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বিষয়ক অতিরিক্ত মুখ্যসচিব ও নির্দেশক অবনীশ কুমার অবস্হি

সে দেশের হয়ে সাক্ষর করেন ভারতে নিযুক্ত  দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত শিম বঙ্গ কিল

দক্ষিণ কোরিয়ায় রানী সুরিরত্ন (রানী হুর হওয়াং-ওক)এর যে স্মৃতিসৌধ রয়েছে তার মানোন্নয়ন ও সম্প্রসারণে সহযোগিতা করা। উল্লেখ করা যেতে পারে খ্রীষ্টপূর্ব ৪৮-এ অযোধ্যার প্রবাদপ্রতীম রানী সুরিরত্ন কোরিয়ায় গিয়েছিলেন এবং রাজা কিম সুরো-কে বিবাহ করেছিলেন। এখনও বহু সংখ্যক কোরিয়ার মানুষ এই রানীর পূর্বসুরীদের সঙ্গে তাঁদের সম্পর্ক খুঁজে পান। এই স্মৃতিসৌধটি ভারত ও কোরিয়ার মধ্যে অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও সুদীর্ঘ মৈত্রির সম্পর্কের প্রতি শ্রদ্ধা ও সম্মানের নির্দশন হয়ে উঠবে। 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India’s fruit exports expand into western markets with GI tags driving growth

Media Coverage

India’s fruit exports expand into western markets with GI tags driving growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
We remain committed to deepening the unique and historical partnership between India and Bhutan: Prime Minister
February 21, 2025

Appreciating the address of Prime Minister of Bhutan, H.E. Tshering Tobgay at SOUL Leadership Conclave in New Delhi, Shri Modi said that we remain committed to deepening the unique and historical partnership between India and Bhutan.

The Prime Minister posted on X;

“Pleasure to once again meet my friend PM Tshering Tobgay. Appreciate his address at the Leadership Conclave @LeadWithSOUL. We remain committed to deepening the unique and historical partnership between India and Bhutan.

@tsheringtobgay”