ক্রম সংখ্যা
মউ/চুক্তিগুলোর নাম
বিবরণ
১.
প্রতিরক্ষা সহযোগিতায় মউ
এই মউ-এর উদ্দেশ্য হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও জর্ডানের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা এবং প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্প, সন্ত্রাসবাদ-বিরোধী পদক্ষেপ, সামরিক শিক্ষা, সাইবার সুরক্ষা, সামরিক চিকিত্সা পরিষেবা, শান্তিরক্ষা ইত্যাদি নির্ধারিত ক্ষেত্রে সহযোগিতাকে রূপায়িত করার জন্য সমন্বয়কে এগিয়ে নিয়ে যাওয়া|
২.
কূটনৈতিক ও সরকারি পাসপোর্টের ক্ষেত্রে ভিসার প্রয়োজন বাতিল
এই চুক্তির ফলে ভারত ও জর্ডানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের দুই দেশেই আসা-যাওয়া এবং দেশের ভূখণ্ডের মধ্য দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কোনো ভিসার প্রয়োজন হবেনা|
৩.
সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (সি.ই.পি.)
২০১৮ থেকে ২০২২ সালের সময়সীমার মধ্যে কার্যকর এই কর্মসূচির মাধ্যমে ভারত ও জর্ডানের মধ্যে সঙ্গীত ও নৃত্য, থিয়েটার, প্রদর্শনী, সম্মেলন ও বৈঠক, পুরাতত্ত্ব, নথিপত্র, গ্রন্থাগার, জাদুঘর, সাহিত্য, গবেষণা ও দলিল রচনা, বিজ্ঞান জাদুঘর, উত্সব, গণমাধ্যম এবং যুব কর্মসূচির ক্ষেত্রে আদান প্রদানের বিষয় সূচিত হবে|
৪.
শ্রমশক্তি সহযোগিতা চুক্তি
এই মউ-এর মাধ্যমে জর্ডানে ভারতীয় নাগরিকদের চুক্তিবদ্ধ কর্মীদের প্রশাসনে সেরা পদ্ধতিকে উত্সাহিত করার জন্য ভারত ও জর্ডানের মধ্যে সহযোগিতার বিষয়কে সূচিত করা হয়েছে|
৫.
ভারত ও জর্ডানের মধ্যে স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতার মউ
এই মউ-এর লক্ষ্য হচ্ছে, ভারত ও জর্ডানের সংশ্লিষ্ট আইন ও বিধান অনুসারে সাম্য ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে স্বাস্থ্য, চিকিত্সা বিজ্ঞান, চিকিত্সা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা স্থাপন করা ও এতে উত্সাহিত করা| পারস্পরিক সহযোগিতার বিভিন্ন নির্ধারিত ক্ষেত্রের মধ্যে রয়েছে সর্বজনীন স্বাস্থ্য কভারেজ (ইউ.এইচ.সি.), স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা ও তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য গবেষণা, জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান, রোগ নির্ণয়, যক্ষ্মা রোগের চিকিত্সা ও ওষুধপত্র এবং মেডিক্যাল যন্ত্রপাতি ও ফার্মাসিউটিক্যালের নিয়ন্ত্রণ ইত্যাদি|
৬.
জর্ডানে পরবর্তী প্রজন্মের উত্কর্ষ কেন্দ্র (সি.ও.ই.) স্থাপনের জন্য মউ
এই মউ-এর উদ্দেশ্য হচ্ছে, পাঁচ বছরে জর্ডানের কমপক্ষে ৩০০০ তথ্য-প্রযুক্তির পেশাধারীদের প্রশিক্ষণের জন্য জর্ডানে ‘ পরবর্তী প্রজন্মের উত্কর্ষ কেন্দ্র ’ (সি.ও.ই.) স্থাপন করা এবং তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে জর্ডানের মাস্টার প্রশিক্ষকদের প্রশিক্ষণের জন্য ভারতে রিসোর্স সেন্টার স্থাপন করা|
৭.
রক ফসফেট ও সার/এন.পি.কে.-এর দীর্ঘমেয়াদী সরবরাহের জন্য মউ
এই মউ-এর উদ্দেশ্য হচ্ছে, ভারতে ১০০ শতাংশ নিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী চুক্তি সহ ফসফরিক অ্যাসিড, ডি.এ.পি./এন.পি.কে. সারের জন্য জর্ডানে রক ফসফেটের খনন ও উত্পাদন ব্যবস্থার স্থাপন করা| এই মউ ভারতের রক ফসফেটের দীর্ঘমেয়াদী ও অবিচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করছে|
৮.
আমদানি-রফতানি শুল্কের ক্ষেত্রে পারস্পরিক সহায়তা চুক্তি
এই চুক্তিতে আমদানি-রফতানি শুল্কের সঙ্গে যুক্ত অপরাধকে প্রতিরোধ করা এবং আমদানি-রফতানি শুল্ক, কর, ফি ও অন্যান্য চার্জের সম্পর্কিত শুল্ক প্রশাসন যথোপযুক্ত রূপে কার্যকর সুনিশ্চিত করার জন্য ভারত ও জর্ডানের মধ্যে পারস্পরিক সহযোগিতা করার ব্যবস্থা করা হয়েছে|
৯.
আগ্রা ও পেট্রা ’ র (জর্ডান) মধ্যে দ্বৈত চুক্তি
এই চুক্তির মাধ্যমে আগ্রা ও পেট্রার পৌরসভা পর্যটন সংস্কৃতি, খেলাধুলা ও আর্থিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কাজকর্মকে চিহ্নিত করে সামাজিক যোগাযোগকে উত্সাহিত করার জন্য যুগ্মভাবে কাজ করার ঘোষণা দিয়েছে|
১০.
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আই.আই.এম.সি.) এবং জর্ডান মিডিয়া ইনস্টিটিউট (জে.এম.আই.)-এর মধ্যে সহযোগিতা
এই মউ-এর উদ্দেশ্য হচ্ছে, দুটি প্রতিষ্ঠানের মধ্যে যুগ্ম প্রকল্পগুলোর উন্নয়ন করা; শিক্ষামূলক ও বৈজ্ঞানিক কাজকর্মের যুগ্মভাবে আয়োজন করা এবং কর্মী, ছাত্রছাত্রী ও সমান আগ্রহের সামগ্রীর আদান-প্রদান করা|
১১.
প্রসার ভারতী ও জর্ডান টিভি ’ র মধ্যে মউ
এই মউ-এর মাধ্যমে অনুষ্ঠানগুলোর আদান-প্রদান ও সহ-নির্মাণ, কর্মীদের প্রশিক্ষণ এবং আরও সমন্বয়ের জন্য প্রসার ভারতী এবং জর্ডান রেডিও ও টিভি কর্পোরেশনের মধ্যে সহযোগিতা সূচিত হচ্ছে|
১২.
জর্ডান বিশ্ববিদ্যালয়ে (ইউ.জে.) একটি ‘ হিন্দি চেয়ার ’ স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় এবং আই.সি.সি.আর.-এর মধ্যে মউ
এই মউ জর্ডান বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষার জন্য ‘ আই.সি.সি.আর. চেয়ার ’ -এর স্থাপন ও পরিচালনার জন্য আই.সি.সি.আর. এবং জর্ডান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে|
Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.
Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.
Paid homage to Mahatma Gandhi at his statue in Georgetown, Guyana. His timeless values give strength and hope to the entire humankind. His thoughts provide many solutions towards making our planet better and more sustainable. pic.twitter.com/xA0NqiLpGq
— Narendra Modi (@narendramodi) November 21, 2024