ইরানের রাষ্ট্রপতির ভারত সফরের মধ্যে দু-দেশেরমধ্যে স্বাক্ষরিত সমঝোতা / চুক্তিরতালিকা
ক্রমিক সংখ্যা
সমঝোতা / চুক্তির নাম
সমঝোতা / চুক্তির বিবরণ
ভারতীয় পক্ষ
ইরানের পক্ষ
১
দ্বৈত কর পরিহার এবং আয়কর ফাঁকির প্রতিরোধ সংক্রান্ত চুক্তি
দু দেশের মধ্যে বিনিয়োগ এবং পরিষেবার প্রবাহকে উৎসাহিত করতে দ্বৈত করের বোঝা এড়িয়ে যাওয়ার জন্য চুক্তি
বিদেশ মন্ত্রী শ্রীমতি সুষমা স্বরাজ
অর্থনৈতিক এবং আর্থিক বিষয় সংক্রান্ত মন্ত্রী ডঃ মাসুদ কার্বাসিয়ান
২
কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসায় ছাড় সংক্রান্ত সমঝোতা
উভয় দেশের কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য বাধ্যতামূলক ভিসার ক্ষেত্রে ছাড়
বিদেশ মন্ত্রী শ্রীমতি সুষমা স্বরাজ
বিদেশ সংক্রান্ত দপ্তরের মন্ত্রী ডঃ মহম্মদ জাভেদ জারিফ
৩
প্রত্যর্পণ চুক্তি অনুমোদনের জন্য নথিপত্র বিনিময় বিষয়ক
২০০৮ সালে ভারত ও ইরানের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিটি কার্যকর করা
বিদেশ মন্ত্রী শ্রীমতি সুষমা স্বরাজ
বিদেশ সংক্রান্ত দপ্তরের মন্ত্রী ডঃ মহম্মদ জাভেদ জারিফ
৪
ভারতের পোর্টস গ্লোবাল ইন্ডিয়ান লিমিটেড এবং ইরানের পোর্ট অ্যান্ড ম্যারিটাইম অর্গানাইজেশনের মধ্যে অন্তর্বতী সময়ের জন্য চাবাহার বন্দরের প্রথম পর্যায়ে শাহীদ বেহেস্তি বন্দরের লিজ সংক্রান্ত চুক্তি
বহু উদ্দেশ্যসাধক এবং কন্টেনার টার্মিনালের একটি অংশের কাজ ও চালু ব্যবস্হাগুলিকে দেড় বছরের জন্য (১৮ মাস)লিজ দেওয়া
শ্রী নীতিন গড়করি, জাহাজ মন্ত্রী
সড়ক এবং নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ডঃ আব্বাস আখুন্ডি
৫
চিরাচরিত চিকিৎসা ব্যবস্হার ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা
চিরাচরিত চিকিৎসা ব্যবস্হার ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলা এবং তা জোরদার করা। এছাড়াও এই চিকিৎসাশাস্ত্র বিষয়ে শিক্ষাদানের নিয়মকানুন, ওষুধপত্র, ওষুধ বিহীন চিকিৎসা, ওষুধ সরবরাহ, বিশেষজ্ঞদের সফর বিনিময়, গবেষনা, প্রশিক্ষণ, দুদেশের ফার্মাকোপিয়া এবং পশুর তৈরি নিয়মকানুনের পারস্পরিক স্বীকৃতি, একাডেমিক চেয়ার স্হাপন, স্কলারশিপ এবং এক দেশের চিকিৎসককে অন্য দেশে চিকিৎসা করার অনুমতি প্রদান
বিদেশ সচিব শ্রী বিজয় গোখলে
ভারতে ইরানের রাষ্ট্রদূত মাননীয় গোলাম রেজা আনসারি
৬
পারস্পরিক স্বার্ষ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাণিজ্যিক লেনদেনের ত্রুটিবিচ্যুতিগুলি দুর করতে বিশেষজ্ঞ গোষ্ঠী স্হাপন বিষয়ে সমঝোতা
অ্যান্ট ডাম্পিং এবং কাউন্টার ভেইলিং ডিউটির মতো শাস্তিমূলক ব্যবস্হা বিষয়ে বাণিজ্যিক লেনদেনের ত্রুটি দুরীকরণে একটি সহযোগিতার কাঠামো স্হাপন
শ্রীমতি রীতা তেওটিয়া, বাণিজ্য সচিব
অর্থনৈতিক এবং আর্থিক বিষয় সংক্রান্ত উপমন্ত্রী ডঃ মহম্মদ খাজায়েই
৭
কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা
কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচি, তথ্য ও কর্মী বিনিময়, বিভিন্ন ধরনের শস্য, উদ্যানজাত কৃষিপণ্য, কৃষি যন্ত্রপাতি এবং গাছ পৃথকীকরণের ব্যবস্হা, মৃত্তিকা সুরক্ষা, বীজ প্রযুক্তি, পোল্ট্রি ও দোহ উন্নয়ন
এস কে পট্টনায়ক, কৃষি সচিব
অর্থনৈতিক এবং আর্থিক বিষয় সংক্রান্ত উপমন্ত্রী ডঃ মহম্মদ খাজায়েই
৮
স্বাস্হ্য এবং ওষুধপত্রের ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে সমঝোতা
আন্তর্মন্ত্রক এবং দুদেশের মধ্যেকার সংস্হাগুলির মধ্যে সহযোগিতা। বিশেষ করে টেকনিক্যাল, বৈজ্ঞানিক, আর্থিক এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে স্বাস্হ্য পরিষেবা, মেডিক্যাল শিক্ষা, গবেষনা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, স্বাস্হ্য পরিষেবা কেন্দ্র স্হাপন, মেডিক্যাল সরঞ্জাম এবং তথ্য বিনিময়
বিদেশ সচিব শ্রী বিজয় গোখলে
ভারতে ইরানের রাষ্ট্রদূত মাননীয় গোলাম রেজা আনসারি
৯
ডাক যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা
দুদেশের ডাক সংস্হাগুলির মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, বিশেষ করে ই-কমার্স, পরিবহন পরিষেবা, ডাক টিকিট সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতা, বিশেষজ্ঞদের নিয়ে কর্মীগোষ্ঠী গঠন এবং বিমান ও সড়ক পথে উভয় দেশের ডাক আদান-প্রদানের বিষয়ে সমীক্ষা
ডাক সচিব শ্রী অনন্ত নারায়ণ নন্দ
ভারতে ইরানের রাষ্ট্রদূত মাননীয় গোলাম রেজা আনসারি
নিম্নলিখিত সমঝোতাগুলি দুদেশের বাণিজ্যিক সংস্হাগুলির মধ্যে স্বাক্ষরিত হয়েছে :
১ ইইপিসি ইন্ডিয়া এবং ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনেরমধ্যে সমঝোতা
২ ভারতের বণিক সঙ্ঘ ফিকি এবং ইরানের শিল্প, খনি, কৃষিও বণিক সঙ্ঘ-এর মধ্যে সমঝোতা
৩ ভারতের অ্যাসোচেম সংস্হা এবং ইরানের শিল্প, খনি,কৃষি ও বণিক সঙ্ঘ-এর মধ্যে সমঝোতা
৪ ভারতের পিএইচডিসিসিআই এবং ইরানের আইসিসিআইএমএ-এরমধ্যে সমঝোতা