ক্রমিক সংখ্যা |
সমঝোতাপত্র / চুক্তি সম্পর্কিত বিষয় |
ভারতের পক্ষ থেকে নথিপত্র হস্তান্তর |
ডেনমার্কের পক্ষ থেকে নথিপত্র হস্তান্তর |
১ |
ভূগর্ভস্থ জলসম্পদ ও উৎস সম্পর্কিত মানচিত্র নির্মাণে হায়দরাবাদের ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয় এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জিওলজিক্যাল সার্ভে প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা |
হায়দরাবাদের সিএসআইআর-এর ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা ডঃ ভি এম তিওয়ারি |
রাষ্ট্রদূত ফ্রেডি ভেন |
২ |
ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পর্ষদ এবং ডেনমার্কের ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যান্ড ড্যানিশ পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের মধ্যে পরম্পরাগত জ্ঞান সম্পর্কিত ডিজিটাল লাইব্রেরির ব্যবহারের সুবিধা |
সিএসআইআর-এর পরম্পরাগত জ্ঞান সম্পর্কিত ডিজিটাল লাইব্রেরি ইউনিটের প্রধান ডঃ বিশ্বজননী জে সাত্তেগেরি |
রাষ্ট্রদূত ফ্রেডি ভেন |
৩ |
ক্রান্তিয় জলবায়ু সম্পর্কিত ন্যাচারাল রেফ্রিজারেন্টস গড়ে তুলতে একটি উৎকর্ষকেন্দ্র স্থাপনে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ড্যানফস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের মধ্যে সমঝোতা |
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এর অধিকর্তা অধ্যাপক গোবিন্দন রঙ্গরাজন |
ড্যানফস ইন্ডিয়ার প্রেসিডেন্ট মিঃ রবিচন্দ্রন পুরুষোত্তম |
৪ |
ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রক এবং ডেনমার্ক সরকারের মধ্যে যৌথ আগ্রহপত্র |
দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকের সচিব শ্রী রাজেশ আগরওয়াল |
রাষ্ট্রদূত ফ্রেডি ভেন |
উপরোক্ত সমঝোতা / চুক্তিগুলি ছাড়াও নিম্নলিখিত বাণিজ্যিক চুক্তিগুলির কথা ঘোষণা হয়েছে :
ক |
হাইড্রোজেন ইলেক্ট্রোলাইজার উদ্ভাবন ও তার উৎপাদন তথা ভারতে হাইড্রোজেন ইলেক্ট্রোলাইজার ব্যবহারের লক্ষ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং স্টিয়েসডাল ফুয়েল টেকনলজির মধ্যে সমঝোতা |
খ |
ডেনমার্কে সাসটেনেবিলিটি সলিউশন-ভিত্তিক উৎকর্ষকেন্দ্র স্থাপনে ইনফোসিস টেকনলজিস ও আরহাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা |
গ |
সমাধান সম্পর্কিত জ্ঞান আদান-প্রদান প্রসারে এবং অর্থনীতির পরিবেশ-বান্ধব রূপান্তরণে গবেষণাধর্মী কাজকর্মে সুযোগ-সুবিধার লক্ষ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এবং ‘স্টেট অফ গ্রিন’ প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা |