প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ সাক্ষাৎ করেন আন্দামান ও নিকোবরের উপরাজ্যপাল অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) ডি কে যোশী।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে :
“আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) ডি কে যোশী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।”
Admiral (Retd.) DK Joshi, the Lieutenant Governor of Andaman & Nicobar Islands called on PM @narendramodi.@MediaRN_ANI pic.twitter.com/i49rr4o0V0
— PMO India (@PMOIndia) February 2, 2024