প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে স্বতন্ত্র কেন্দ্রীয় প্রকল্প হিসেবে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং (এনএমএনএফ) চালু করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
১৫তম অর্থ কমিশন পর্যন্ত (২০২৫-২৬) এই প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ২,৪৮১ কোটি টাকা (এতে ভারত সরকারের অংশ - ১,৫৮৪ কোটি টাকা; রাজ্যের অংশ – ৮৯৭ কোটি টাকা)।
প্রাকৃতিক উপায়ে চাষাবাদকে এগিয়ে নিয়ে যেতেই এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পের লক্ষ্য হল, চাষাবাদের খরচ কমাতে কৃষকদের সহায়তা করা এবং বাইরে থেকে ক্রয়ের ওপর নির্ভরশীলতা কমানো। প্রাকৃতিক উপায়ে চাষাবাদ স্বাস্থ্যসম্মত মৃত্তিকা পরিমণ্ডল গড়ে তুলবে, জৈব বৈচিত্র্যকে এগিয়ে নিয়ে যাবে এবং বিভিন্ন ধরনের ফলনকে উৎসাহিত করবে। এর ফলে ক্ষতিকারক সারের ব্যবহার এড়াতে পারবেন কৃষকরা। সেই সঙ্গে মাটির উর্বরশীলতা বাড়বে।
আগামী ২ বছরে গ্রামপঞ্চায়েতগুলির ১৫,০০০ ক্লাস্টারে এনএমএনএফ রূপায়িত করা হবে। ৭.৫ লক্ষ হেক্টর এলাকা জুড়ে প্রাকৃতিক উপায়ে চাষ এবং ১ কোটি ইচ্ছুক কৃষকের কাছে পৌঁছনোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে ১০,০০০ বায়ো-ইনপুট রিসোর্স সেন্টার গড়ে তোলা হবে।
বর্তমানে চালু থাকা প্রকল্পগুলির একত্রীকরণ এবং ভারত সরকার / রাজ্য সরকার / জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলির সহায়তাকে কাজে লাগিয়ে গবাদি পশুর সংখ্যাবৃদ্ধি করার চেষ্টা চালানো হবে। সেই সঙ্গে এই প্রকল্পে সামিল করা হবে ছাত্র-ছাত্রীদেরও। প্রাকৃতিক উপায়ে চাষাবাদ সম্পর্কে শিক্ষাদানের লক্ষ্যে স্নাতক, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা কোর্স চালু করা হবে।
The National Mission on Natural Farming, which has been approved by the Cabinet, marks a transformative shift in Indian agriculture. Through this effort, we are nurturing soil health, protecting biodiversity and securing our agricultural future. It reaffirms our commitment to…
— Narendra Modi (@narendramodi) November 26, 2024