নারী দিবসে প্রধানমন্ত্রী মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ডঃ মালবিকা আয়ার লেখেন, গ্রহণযোগ্যতাই হ’ল সেরা পুরস্কার, যা আমরা নিজেরাই নিজেদেরকে দিতে পারি।
নারী দিবসে প্রধানমন্ত্রী মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন, বেঁচে থাকা আমাদের হাতে নেই। তবে আমরা নিশ্চিতভাবেই আমাদের আচার-আচরণ নিয়ন্ত্রণ করতে পারি। দিনের শেষে সবচেয়ে বেশি জরুরি হয়ে ওঠে কিভাবে আমরা চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পেরেছি।
১৩ বছর বয়সে এক ভয়ানক বোমা বিস্ফোরণে ডঃ আয়ারের হাত দুটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর পা দুটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এই জখম সত্ত্বেও সে নিজ লক্ষ্যে অবিচল থেকেছে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের সাহায্যে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বলেন, ‘জীবনে হাল ছেড়ে দেওয়াটা কখনই বিকল্প হতে পারে না। যাবতীয় সীমাবদ্ধতা ভুলে গিয়ে আত্মবিশ্বাস ও প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে’।
ডঃ আয়ার বিশ্বাস করেন, পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষা অপরিহার্য। প্রধানমন্ত্রী মোদীর ট্যুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, পক্ষপাতমূলক আচরণ সম্পর্কে তরুণ সমাজকে আমাদের আরও সংবেদনশীল করে তোলা প্রয়োজন। ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের দুর্বল ও অন্যের ওপর নির্ভরশীল হিসাবে না তুলে ধরে তাঁদেরকে রোল মডেল হিসাবে জনসমক্ষে প্রচার করা প্রয়োজন।
Acceptance is the greatest reward we can give to ourselves. We can’t control our lives but we surely can control our attitude towards life. At the end of the day, it is how we survive our challenges that matters most.
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
Know more about me and my work- @MalvikaIyer #SheInspiresUs pic.twitter.com/T3RrBea7T9