পিএম-কিষাণ কর্মসূচি চালু হওয়ার বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী পিএম-কিষাণ কর্মসূচির আওতায় সুফলভোগীদের হাতে কিষাণ ক্রেডিট কার্ড বন্টন অভিযানেরও সূচনা করেন। গোটা জুড়ে পিএম-কিষাণ কর্মসূচির ২৫ লক্ষ সুফলভোগীর হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।
কৃষকরা যাতে ব্যাঙ্ক থেকে সহজে ঋণও পেতে পারেন, সেজন্য সকল কৃষকদের ক্রেডিট কার্ড পরিষেবার সঙ্গে যুক্ত করার অভিযান শুরু করেছে কেন্দ্র সরকার।
গ্রামীণ অঞ্চলে ২০০০-এরও বেশি ব্যাঙ্কের শাখাকে কৃষকদের কেসিসি কার্ড প্রদান করার দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষকরা মাত্র ৪ শতাংশ সুদের হরে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সরকার ২০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে যা কেসিসি কার্ডধারীদের ঋণ মঞ্জুর করতে ব্যবহার করা হবে।