প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, কাশী তামিল সঙ্গমম মঞ্চ ঐক্যবদ্ধ এবং বৈচিত্রপূর্ণ ভারতের সার্থক প্রতিফলন, যা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ধারণাকে দৃঢ়ভাবে তুলে ধরে।
এই সমারোহ উপলক্ষে কাশী আরও একবার মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে উঠছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।
বারানসীতে ১৭ থেকে ৩০ ডিসেম্বর,২০২৩ আয়োজন করা হচ্ছে এই সমারোহের।
কাশী তামিল সঙ্গমম-এর পক্ষ থেকে পোস্ট করা এক্স বার্তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এক্সপোস্ট করেছেন;
‘ উৎসাহ -উদ্দীপনায় ভরপুর কাশী আরও একবার @KTSangamam উপলক্ষে মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে; যা সমৃদ্ধ সংস্কৃতির উদযাপন। এই মঞ্চ ঐক্যবদ্ধ এবং বৈচিত্রপূর্ণ ভারতের সার্থক প্রতিফলন, যা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ধারণাকে দৃঢ়ভাবে তুলে ধরে।‘
There is immense enthusiasm as Kashi once again prepares to welcome people for @KTSangamam, a celebration of rich cultures. This forum is a testament to the unity and diversity of India, strengthening the spirit of ‘Ek Bharat Shreshtha Bharat.' https://t.co/dAzKPGbpA2
— Narendra Modi (@narendramodi) December 14, 2023
காசி மீண்டும் ஒருமுறை பழமையான கலாச்சாரங்களின் கொண்டாட்டமான @KTSangamam திற்கு மக்களை உற்சாகமாக வரவேற்க தயாராகிறது. இந்நிகழ்வு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு சான்றாகவும் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' உணர்வையும் வலுப்படுத்துகிறது. https://t.co/dAzKPGbpA2
— Narendra Modi (@narendramodi) December 14, 2023