ভারত-গায়না সাংস্কৃতিক সম্পর্কে গভীরতা দিতে স্বামী অক্ষরানন্দজীর কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি আজ সরস্বতী বিদ্যা নিকেতন স্কুল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, গায়নায় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :
“গায়নায় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে। আমার সরস্বতী বিদ্যা নিকেতন স্কুল পরিদর্শনের সৌভাগ্য হয়েছে। এটি এমন এক জায়গা যা সংস্কৃতি এবং মানুষে মানুষে সম্পর্কের সেতুবন্ধ রচনায় প্রথম সারিতে রয়েছে। এই স্কুলের সঙ্গে যুক্ত সকলের কাজের আমি প্রশংসা করছি। সেইসঙ্গে ভারত-গায়না সাংস্কৃতিক সম্পর্কে গভীরতা দিতে স্বামী অক্ষরানন্দের প্রয়াস বিশেষ প্রশংসনীয়।”
Indian culture and traditions are thriving in Guyana. I had the opportunity to visit one such place which has been at the forefront of boosting cultural and people-to-people linkages - the Saraswati Vidya Niketan School.
— Narendra Modi (@narendramodi) November 21, 2024
I commend all those associated with the school and also… pic.twitter.com/EkoCrhDhmS