প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬ই আগস্ট সন্ধ্যে ৬টার সময় বিদেশে ভারতীয় মিশনগুলির প্রধান এবং বাণিজ্য জগতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘লোক্যাল গোজ গ্লোবাল-মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড’ –এর জন্য অর্থাৎ স্থানীয় পণ্যকে বিদেশের বাজারে পৌঁছে দেবার আহ্বান জানাবেন।
রপ্তানির জন্য অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং যে সব শিল্প সংস্থায় প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এর প্রভাব পড়বে উৎপাদন ক্ষেত্রে তথা সার্বিকভাবে অর্থনীতির উপর।
এই মতবিনিময়ের ফলে আমাদের পণ্য রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে বাণিজ্য জগতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উৎসাহিত হবেন এবং আন্তর্জাতিক চাহিদা পূরণে স্থানীয় দক্ষতাকে কাজে লাগাবেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী এবং বিদেশ মন্ত্রী ছাড়াও ২০টির বেশি দপ্তরের সচিব, বিভিন্ন রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অ্যান্ড চেম্বার অফ কমার্সের সদস্যরা উপস্থিত থাকবেন।