২০২৩ ব্যাচের ৩৬ জন প্রশিক্ষণরত আইএফএস আধিকারিক আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করলেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের বিদেশ নীতির সাফল্য উঠে আসে তাঁদের বক্তব্যে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শও চান তাঁরা। বিভিন্ন দেশে দায়িত্ব নির্বাহের সময় নতুন এই আধিকারিকদের দেশের সংস্কৃতি এবং মর্যাদার বিষয়টি মাথায় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তি ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। অন্য দেশগুলির তুলনায় ভারত কোভিড অতিমারীর মোকাবিলা করেছে অধিকতর দক্ষতার সঙ্গে। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে চলেছে ভারত।
ভিন দেশে কাজ করার সময় সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য আধিকারিকদের পরামর্শ দিয়েছেন শ্রী মোদী।