টাইমস নাও শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, সরকার করের বোঝা কম করা করতে চায়। তিনি বলেন, এতদিন পর্যন্ত আমাদের দেশে প্রক্রিয়া-কেন্দ্রিক কর ব্যবস্থাই প্রচলিত ছিল। এখন তাকে জনগণ-কেন্দ্রিক করে তোলা হচ্ছে।
প্রধানমন্ত্রী জিএসটি, আয়কর এবং কর্পোরেট কর প্রতিটি ক্ষেত্রে কর হ্রাস করার কথা বলেছেন। তিনি বলেন আগে পণ্য ও পরিষেবা ক্ষেত্রে করের গড় দর ছিল ১৪.৪ শতাংশ, যা হ্রাস পেয়ে এখন ১১.৮ শতাংশ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এখন ভারতে কর নিয়ে হয়রানি অতীতের বিষয়ে পরিণত হয়েছে। এখন দেশে কর প্রদান প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াকরণ প্রশংসিত হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদী কর প্রদানের গুরুত্ব এবং এটি কীভাবে সকলের জন্য মৌলিক সুযোগ-সুবিধাগুলি সুনিশ্চিত করার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে সাহায্য করে তাও বলেছিলেন। দেশের উন্নয়নের জন্য প্রত্যেককে কর প্রদান করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "তিন কোটিরও বেশি ভারতীয় ব্যবসার কাজে অথবা বেড়াতে বিদেশ যাত্রা করেছেন। কিন্তু, ১৩০ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশে কেবল দেড় কোটি মানুষ আয়কর দেন"। তিনি আরও বলেন, "এটাও সত্যি যে, দেশের প্রায় ২ হাজার ২০০ জন পেশাদার নিজেদের বার্ষিক আয় ১ কোটিরও বেশি বলে ঘোষণা করেছেন"।