বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে বিপুল কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি করবে। এই এক্সপ্রেসওয়ের ফলে সাধারণ মানুষ দিল্লির মতো বড় শহরগুলির সুযোগ-সুবিধাও গ্রহণ করতে পারবেন। প্রধানমন্ত্রী মোদী উত্তর প্রদেশের চিত্রকূটে ২৯৬ কিলোমিটার দীর্ঘ বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন।
আগ্রা-লক্ষ্মৌ এক্সপ্রেসওয়ে এবং যমুনা এক্সপ্রেসওয়ের মাধ্যমে এই এক্সপ্রেসওয়েটি দিল্লির সঙ্গে বুন্দেলখন্ড অঞ্চলকে যুক্ত করবে। বুন্দেলখন্ডের উন্নয়নকে এক্সপ্রেসওয়ে’তে নিয়ে যাওয়ার জন্য এই বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে গোটা এলাকার জনজীবনে বিপুল পরিবর্তন আনবে। এই এক্সপ্রেসওয়ে এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এই বুন্দেলখন্ড ‘মেক ইন ইন্ডিয়া’র বড় কেন্দ্র হয়ে উঠবে।