আজ প্রধানমন্ত্রী মোদী, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর স্ত্রীকে উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনা জানিয়েছেন গুজরাতবাসী।
যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাবরমতি আশ্রমের পথে যাত্রা করছিলেন, তখন মানুষ তাঁদের এক ঝলক দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। শহরের পরিবেশ তখন এমন ছিল যেন কোনো উৎসব ও বৈচিত্র্যের সাথে একটি সম্পূর্ণ সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল।
পরে, নেতৃবৃন্দ সাবরমতি আশ্রমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আশ্রমে ঘুড়ি ওড়ান।
এখানে কয়েকটি ঝলক রয়েছে:
Gujarat extends a warm welcome to Mrs. Netanyahu and PM @netanyahu. pic.twitter.com/aiw8Opb8ku
— Narendra Modi (@narendramodi) January 17, 2018
Honoured to take Mrs. Netanyahu and PM @netanyahu to the iconic Sabarmati Ashram. We paid homage to the venerable Bapu and remembered his noble thoughts. pic.twitter.com/0cv5KinQvc
— Narendra Modi (@narendramodi) January 17, 2018
PM @netanyahu trying his hand at kite flying. Like a kite soaring high, India-Israel friendship is scaling new heights and will benefit not only our citizens but also the entire humankind. pic.twitter.com/gOLRsjMGpE
— Narendra Modi (@narendramodi) January 17, 2018