Happy to have met you @rickykej! Your passion and enthusiasm towards music keeps getting even stronger. Best wishes for your future endeavours. pic.twitter.com/8kalYNCaK9
— Narendra Modi (@narendramodi) April 14, 2022
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্র্যামি বিজয়ী ভারতীয় সঙ্গীতশিল্পী রিকি কেজ-এর সঙ্গে দেখা হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। তাকে ভবিষ্যতের শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সঙ্গীতের প্রতি আপনার অনুরাগ ও উৎসাহ আরও প্রগাঢ় হচ্ছে।”
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;
“আপনার সাথে দেখা করে ভালো লাগলো @রিকিকেজ! সঙ্গীতের প্রতি আপনার অনুরাগ ও উৎসাহ ক্রমশই আরও প্রগাঢ় হচ্ছে। আপনার ভবিষ্যৎ প্রয়াসের জন্য শুভকামনা।”