বিশ্ব জৈব-জ্বালানি সমঝোতা ক্ষেত্রে জি-২০-র যে সমস্ত সদস্য রাষ্ট্র জোটবদ্ধভাবে তাদের অংশগ্রহণের কথা ঘোষণা করেছে, তাদের ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী তথা জি-২০-র বর্তমান সভাপতি শ্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, বিশ্ব জৈব-জ্বালানি সমঝোতার সূচনা নিরন্তর ও বিশুদ্ধ জ্বালানি অনুসন্ধানের ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্তবিশেষ ।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও জ্বালানি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ পুরীর ট্যুইটারের একটি পোস্ট তুলে ধরে শ্রী মোদী বলেছেন :
“বিশ্ব জৈব-জ্বালানির ক্ষেত্রে সমঝোতা হল আমাদের নিরন্তর ও বিশুদ্ধ জ্বালানি অনুসন্ধানের ক্ষেত্রে এক বিশেষ ঐতিহাসিক মুহূর্ত।
সংশ্লিষ্ট সকল সদস্য রাষ্ট্রকে এই সমঝোতা ক্ষেত্রে জোটবদ্ধভাবে অংশগ্রহণের জন্য আমি ধন্যবাদ জানাই।”
The launch of the Global Biofuels Alliance marks a watershed moment in our quest towards sustainability and clean energy.
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
I thank the member nations who have joined this Alliance. https://t.co/3wgUkmKCyA pic.twitter.com/MOmP1q6g2r
The world’s quest for cleaner & greener energy gains historic momentum! On a momentous occasion PM Sh @narendramodi Ji launches #GlobalBiofuelsAllianceAtG20 with the support of 19 major consumer, producer & interested countries & 12 organisations on sidelines of #G20India today! pic.twitter.com/vKwmEJ2KjK
— Hardeep Singh Puri (@HardeepSPuri) September 9, 2023