ভারত ৭২তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করেছে। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ নতুন দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁদের ত্যাগের জন্য।
এই কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য বাহিনীর কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্ট এই বছর প্রথমবার অংশ নিয়েছিল। বিভিন্ন ট্যাবলো শিল্পী ভারতের বিভিন্ন ও প্রাণবন্ত সংস্কৃতির সাথে দেশ বিভিন্ন ক্ষেত্রে যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, তা প্রদর্শন করেছে। ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত থিমেও প্রদর্শন করেছে ট্যাবলো। আরেকটি বিশেষ ট্যাবলো নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জয়ন্তী উদযাপনে প্রদর্শন করেছিল।