অরুণাচল প্রদেশের এক পড়ুয়া পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে মৌলিক অধিকার ও কর্তব্যের গুরুত্ব সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চায়।
এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদী সহজ ভাষায় একজন নাগরিকের অধিকার ও কর্তব্যগুলির কথা ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের অধিকার ও কর্তব্যের মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে। অন্যদের পালনীয় কর্তব্যগুলির সঙ্গেও আমাদের অধিকারগুলি প্রত্যক্ষভাবে নির্ভরশীল। যদি একজন শিক্ষক তাঁর দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেন, তাহলে পড়ুয়াদের শিক্ষার অধিকারও সুনিশ্চিত হয়।”
প্রধানমন্ত্রী একথা স্বীকার করে নেন যে অরুণাচল প্রদেশ ভারতের এমন একটি রাজ্য যেখানে মানুষ একে অপরের সঙ্গে দেখা হলেই ‘জয় হিন্দ’ বলে পরস্পরকে সম্বোধন করেন। তিনি সাধারণ মানুষকে অবকাশের সময় উত্তর-পূর্ব ভ্রমণের ও অভিজ্ঞতা সঞ্চয়ের আহ্বান জানান।