প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহারের আরা-য় পাওয়ার গ্রিড সাব স্টেশন প্রসারের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন আরা, ভোজপুর, বক্সার প্রভৃতি জেলার মানুষের জীবনে আরও স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে।
কেন্দ্রীয় বিদ্যুৎ, নতুন ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং-এর ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন;
“বিদ্যুৎ ক্ষেত্রের এই প্রসার উদ্যোগ ক্ষেত্রে বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আরও অনেক সুবিধা নিয়ে আসবে। এর ফলে বিহারের আরা, ভোজপুর, বক্সার, রোহতাস সহ বিভিন্ন জেলার মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে।”
ऊर्जा के क्षेत्र में इस विस्तार से औद्योगिक विकास और रोजगार सृजन के अलावा कई और फायदे हैं। इसके साथ ही यह बिहार के आरा, भोजपुर, बक्सर और रोहतास सहित कई और जिलों के लोगों के जीवन को आसान बनाएगा। https://t.co/t8q1DZ869D
— Narendra Modi (@narendramodi) May 9, 2023