ইজরায়েলের বিদেশমন্ত্রী মাননীয় শ্রী এলি কোহেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন।
কৃষিতে অগ্রাধিকারের ক্ষেত্র, জল, উদ্ভাবন এবং উভয় দেশের অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত বিবিধ ক্ষেত্রের জ্ঞান অংশীদারিত্ব সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে।
পারস্পরিক সম্বন্ধযুক্ত আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী এলি কোহেন-কে সে দেশের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহুর-র কাছে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেছেন।