ভারত সফররত ইরানের বিদেশ মন্ত্রী হোসেন আমিরুদ্দুলাহিয়ান বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানিয়ে ভারত ও ইরানের মধ্যে দীর্ঘ ঐতিহ্য এবং সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করেন। উভয় নেতা বর্তমানে দ্বিপাক্ষিক সহযোগিতার নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন। কোভিড পরবর্তী সময়ে উভয় দেশেরই সংশ্লিষ্ট কাজে গতি আনার প্রয়োজনের উপর জোর দেন প্রধানমন্ত্রী।
ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি’কে তাঁর শুভেচ্ছা জানানোর জন্য ইরানের বিদেশ মন্ত্রীকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী এবং খুব শীঘ্রই ইরানের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন বলেও জানান।