প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দু’দিনের ঐতিহাসিক বাংলাদেশ সফরের সময় আজ সেদেশের বিদেশ মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতাই সার্বভৌমত্ব, সমতা, আস্থা ও বোঝাপড়ার ওপর ভিত্তি করে দু’দেশের বন্ধুত্বপূর্ন সম্পর্ক এবং সার্বিক অংশীদারিত্ব মজবুত করার ওপর জোর দেন। দু’দেশের মধ্যে এই সম্পর্কের ভিত্তি কৌশলগত অংশীদারিত্বকেও ছাপিয়ে গেছে।
Dr. AK Abdul Momen, the Foreign Minister of Bangladesh called on PM @narendramodi in Dhaka. pic.twitter.com/csVUDkK9nc
— PMO India (@PMOIndia) March 26, 2021