প্রাইম মিনিস্টার্স সিটিজেন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন ইমারজেন্সি সিচুয়েসন্স (পিএম কেয়ার্স) ফান্ড ট্রাস্ট পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং কল্যাণীতে ২৫০ শয্যা বিশিষ্ট দুটি অস্থায়ী কোভিড হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। ৪১ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ডিআরডিও এই হাসপাতালগুলি তৈরি করবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কিছু পরিকাঠামোগত সাহায্য করবে।
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে এই প্রকল্প যথাযথভাবে কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করবে।
পিএম কেয়ার্স ফান্ড ট্রাস্ট স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সাহায্য করে। এছাড়াও বিহার, দিল্লী, জম্মু এবং শ্রীনগরে ট্রাস্ট কোভিড হাসপাতাল গড়ে তুলতে সাহায্য করেছে।