প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছেন, সবুজ বিপ্লবে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ডঃ এম এস স্বামীনাথনকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হচ্ছে। 
প্রধানমন্ত্রী বলেন, ডঃ স্বামীনাথনের দূরদর্শী নেতৃত্ব কেবল যে ভারতীয় কৃষির রূপান্তর ঘটিয়েছে তাই নয়, দেশের খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধিও সুনিশ্চিত করেছে। 
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেছেন, “অত্যন্ত আনন্দের বিষয় যে, কৃষি ও কৃষক কল্যাণে তাঁর অসামান্য অবদানের জন্য ভারত সরকার ডঃ এম এস স্বামীনাথনজীকে ভারতরত্নে ভূষিত করছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে কৃষিতে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ভারতীয় কৃষির আধুনিকীকরণের ক্ষেত্রে তাঁর অবদান অসামান্য। একইসঙ্গে, আমরা উদ্ভাবক ও পরামর্শদাতা হিসেবে তাঁর অমূল্য অবদানের কথাও স্মরণ করছি, অসংখ্য ছাত্রছাত্রীকে তিনি শিক্ষা ও গবেষণায় উৎসাহ যুগিয়েছেন। ডঃ স্বামীনাথনের দূরদর্শী নেতৃত্ব কেবল যে ভারতীয় কৃষির রূপান্তর ঘটিয়েছে তাই নয়, দেশের খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধিও সুনিশ্চিত করেছে। আমি তাঁকে ঘনিষ্ঠভাবে চিনতাম, তাঁর অন্তর্দৃষ্টি ও মতামতকে আমি সবসময়েই গুরুত্ব দিয়ে এসেছি”। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
How PMJDY has changed banking in India

Media Coverage

How PMJDY has changed banking in India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 25 মার্চ 2025
March 25, 2025

Citizens Appreciate PM Modi's Vision : Economy, Tech, and Tradition Thrive