ডিজিটাল ইন্ডিয়ার ফলে প্রবীণ নাগরিকরা এখন সহজেই পেনশন পাচ্ছেন এবং দেশ জুড়ে এই ব্যবস্থা তাঁদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে সন্তোষ প্রকাশ করেছেন।
সাংবাদিক অজয় কুমারের এক পোস্টের প্রত্যুত্তরে সামাজিক মাধ্যম এক্স – এ প্রধানমন্ত্রী বলেছেন, “সবার প্রথমে @AjayKumarJourno, আপনার মা’কে প্রণাম জানাই!
ডিজিটাল ইন্ডিয়ার কারণে তিনি সহজেই পেনশন পেয়েছেন এবং এই ব্যবস্থা দেশের প্রবীণ নাগরিকদের সহায়ক হয়েছে জেনে আমার খুব ভালো লাগছে। এটিই এই প্রকল্পের সুবিধাজনক দিক”।
सबसे पहले @AjayKumarJourno जी, आपकी माता जी को मेरा प्रणाम!
— Narendra Modi (@narendramodi) October 9, 2024
मुझे इस बात का संतोष है कि डिजिटल इंडिया ने उनकी पेंशन की राह आसान की है और यह देशभर के बुजुर्ग नागरिकों के बहुत काम आ रहा है। यही तो इस कार्यक्रम की बहुत बड़ी विशेषता है। https://t.co/XCJPAgOPjO