প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার আমন্ত্রণে আমি আজ সরকারি সফরে থাইল্যান্ড যাচ্ছি এবং যোগ দেব ষষ্ঠ বিমস্টেক শিখর সম্মেলনে।
গত এক দশকে বিমস্টেক আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগ এবং বঙ্গোপসাগর অঞ্চলে অর্থনৈতিক অগ্রগতির প্রসারে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। ভৌগোলিক অবস্থানের জন্য ভারতের উত্তরপূর্বাঞ্চল বিমস্টেক-এর কেন্দ্রে অবস্থিত। বিমস্টেক দেশগুলির নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য এবং মানুষের স্বার্থকে মনে রেখে আমাদের সহযোগিতা আরও শক্তিশালী করার দিকে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
আমাদের একই রকম সংস্কৃতি, দর্শন এবং আধ্যাত্মিক ভাবনার ভিত্তিতে আমাদের বহু প্রাচীন ঐতিহাসিক মৈত্রীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমার সরকারি সফরে প্রধানমন্ত্রী শিনাওয়াত্রা এবং অন্যান্য থাই নেতাদের সঙ্গে বৈঠক করার সুযোগ পাবো।
থাইল্যান্ড থেকে আমি ৪-৬ এপ্রিল দু-দিনের সফরে শ্রীলঙ্কা যাবো। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট দিশানায়কের অত্যন্ত সফল সফরের পর এই কর্মসূচি। অভিন্ন ভবিষ্যতের জন্য অংশীদারিত্বের লালনের যৌথ ভাবনার ভিত্তিতে রূপায়িত পরিকল্পনার পর্যালোচনা করার এবং আমাদের অভিন্ন উদ্দেশ্য পূরণ করার জন্য আরও সহায়ক নির্দেশিকা পাওয়ার সুযোগ হবে আমাদের।
আমার বিশ্বাস, অতীতের ভিত্তির ওপর দাঁড়িয়ে আমাদের মানুষ ও আরও বিস্তৃত অঞ্চলের জন্য আমাদের নিকট সম্পর্ককে জোরদার করতে এই সফর কার্যকরী হবে।



