১৬ ডিসেম্বর তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বাঞ্চল সফরে যাবেন। মিজোরামে তিনি টুরিয়াল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন এবং MyDoNER অ্যাপ চালু করবেন। মেঘালয়ে তিনি শিলং-নংস্টাইন-রংজেন-তুরা রোডের উদ্বোধন করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেবেন। যদি আপনার কোনো ধারণা এবং পরামর্শ থাকে তাহলে তা নীচের মন্তব্য বিভাগে শেয়ার করুন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এর মধ্যে থেকে কিছু ধারণা উল্লেখ করতে পারেন।