তাঁরা ভারতের সীমানা ছেড়েছেন কিন্তু মিলায়নি ভারতের প্রতি তাঁদের টান। বিশ্বে প্রাণোচ্ছ্বল ও সফল গোষ্ঠীগুলির মধ্যে প্রবাসী ভারতীয়রা অন্যতম। ঠিকানা খুঁজে  নেওয়া দেশের রীতিনীতি ও ঐতিহ্যের সঙ্গে চমৎকার মিলেমিশে আছেন, এমনকি তাঁদের উন্নয়নেও রাখছেন অবদান। সেই সঙ্গে, ভারত আছে তাঁদের মন-প্রাণ জুড়ে এবং দরকার পড়লেই তাঁরা ভারতকে সাহায্য করতে এসেছেন এগিয়ে।



প্রবাসী ভারতীয়দের কাছে নরেন্দ্র মোদী চিরকাল জনপ্রিয়। তাঁরা মনে করেন, মোদী পরিবর্তনের প্রতিভূ, তিনি বদলে দেবেন ভারতকে। প্রতিটি বিদেশ সফরকালে, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ রাখার কথাটা প্রধানমন্ত্রী কখনও ভুলে যান না। নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন থেকে সিডনির আলফোনস আরিনা, ভারত মহাসাগর লাগোয়া সেশেলস  মরিশাস থেকে সাংহাইভারতীয় সম্প্রদায়ের কাছ থেকে নরেন্দ্র মোদী পেয়েছেন এক রকস্টারের মতো সংবর্ধনা।



প্রধানমন্ত্রীর ভাষণ দারুণ উচ্চাকাঙ্ক্ষামূলক, তিনি কথা বলেন ভারতে পরিবর্তনের হাওয়ামানুষের জীবনে ইতিবাচক বদল নিয়ে আসার জন্য সরকারের প্রচেষ্টা এবং ভারতের বিকাশে প্রবাসী ভারতীয়দের ভূমিকার গুরুত্ব নিয়ে।
ভারতীয় বংশোদ্ভূত ও ভারতীয়দের বিদেশি নাগরিকতার সংযুক্তি বিষয়ে বহু প্রতীক্ষিত সংস্কার যে দু’হাত তুলে স্বাগত জানিয়েছেন গোটা বিশ্বের প্রবাসী ভারতীয়রা। ভিসা বিধিনিয়ম শিথিল ও ভিসা মেলার প্রক্রিয়া সহজ-সরল করার দিকটি বহু জায়গায় তারিফ কুড়িয়েছে।



নিজেদের সমাজে সংবর্ধনা জানানো ছাড়াও, বিমানবন্দর ও প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে মোদীকে স্বাগত জানিয়েছেন ভারতীয়রা। বিদেশ সফরকালে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হামেশাই শোনা যায় “মোদী মোদী মোদী” হর্ষধ্বনি। ফ্রান্সে প্রথম বিশ্ব যুদ্ধের স্মৃতিসৌধের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত দর্শক-শ্রোতাদের এই উল্লাসধ্বনি না করে, “শহীদোঁ অমর রহো” এই প্রার্থনা জানাতে বলেন।



প্রধানমন্ত্রী বোঝেন ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাঁদের সঙ্গে তিনি লাগাতার যোগযোগ রেখে চলেন।

  • PAWAN KUMAR SAH January 18, 2025

    🙏🙏जय हिन्द 🇪🇬 जय भारत 🙏🙏
  • MAHESWARI K January 14, 2025

    👏🙌
  • C. Chandu January 09, 2025

    modi
  • Dheeraj Thakur January 03, 2025

    जय श्री राम,,
  • Dheeraj Thakur January 03, 2025

    जय श्री राम
  • Girraj singh tomar December 31, 2024

    Bharat mata ki Jay
  • ram Sagar pandey December 27, 2024

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹जय माता दी 🚩🙏🙏🌹🌹🙏🙏🌹🌹जय श्रीराम 🙏💐🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐
  • Jayanta Kumar Bhadra December 27, 2024

    Jai 🕉 🕉
  • Chhedilal Mishra December 26, 2024

    Jai shrikrishna
  • ALPESH GAMIT BJP December 25, 2024

    a
Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India among top nations on CEOs confidence on investment plans: PwC survey

Media Coverage

India among top nations on CEOs confidence on investment plans: PwC survey
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

৫ মে ২০১৭ তারিখ দক্ষিণ এশীয় সহযোগিতার একটি দৃঢ় অনুপ্রেরণা লাভ করার দিন হিসেবে ইতিহাসে খোদাই করা - ওই দিন দক্ষিণ এশিয়ায় স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল, যেটা ভারত প্রতিশ্রুতি পূরণের দুই বছর আগে করেছে।

দক্ষিণ এশিয়া উপগ্রহের সাথে, দক্ষিণ এশীয় দেশগুলিও স্পেসে তাদের সহযোগিতায় প্রসারিত করেছে!

|

ইতিহাস সৃষ্টির সাক্ষীতে, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার নেতারা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ায় স্যাটেলাইটটি অর্জন করতে পারে এমন সম্ভাব্য চিত্র তুলে ধরেন।

|

তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় উন্নততর শাসন, কার্যকর যোগাযোগ, উন্নততর ব্যাঙ্কিং এবং শিক্ষা নিশ্চিত করবে, যথাযথ আবহাওয়ার পূর্বাভাস এবং টেল-মেডিসিনের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এটিকে ভাল চিকিত্সা নিশ্চিত করবে।

শ্রী মোদী উল্লেখ করেছেন, "যখন আমরা হা মেলাবো এবং পারস্পরিক জ্ঞান, প্রযুক্তি এবং প্রবৃদ্ধি শেয়ার করবো, তখন আমরা আমাদের উন্নয়ন ও সমৃদ্ধি বাড়িয়ে তুলতে পারবো"।