প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ উপলক্ষে ভারতীয় বৈজ্ঞানিকদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার একটি ট্যুইট বার্তা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ অভিযানের এক নতুন অধ্যায় রচনা করলো। এই অভিযান প্রত্যেক ভারতবাসীর আকাঙ্খা ও স্বপ্নকে নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। আমাদের বৈজ্ঞানিকদের নিরলস প্রচেষ্টার ফল এটি। আমি তাঁদের উৎসাহ ও বুদ্ধিমত্তাকে শ্রদ্ধা জানাই”।
Chandrayaan-3 scripts a new chapter in India's space odyssey. It soars high, elevating the dreams and ambitions of every Indian. This momentous achievement is a testament to our scientists' relentless dedication. I salute their spirit and ingenuity! https://t.co/gko6fnOUaK
— Narendra Modi (@narendramodi) July 14, 2023