প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের মোট ৬,৪৫৬ কোটি টাকার তিনটি প্রকল্পে আজ অনুমোদন দিয়েছে।
এর ফলে, সংযোগের প্রসার ঘটার পাশাপাশি তেল আমদানি কমবে এবং প্রত্যক্ষভাবে ১১৪ লক্ষ কর্মদিবস সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের সাতটি জেলা জুড়ে এই প্রকল্পের রূপায়ণ ভারতে রেলপথের দৈর্ঘ্য ৩০০ কিলোমিটার বাড়িয়ে দেবে। তৈরি হবে ১৪টি নতুন স্টেশন। নোয়াপাড়া এবং পূর্ব সিংভূম – এই দুটি উচ্চাভিলাষী জেলা এই প্রকল্পগুলির আওতায় থাকছে। নতুন প্রকল্পগুলির সুবাদে উপকৃত হবেন ১১ লক্ষ মানুষ এবং ১,৩০০ গ্রাম। মাল্টি-ট্র্যাকিং প্রকল্পটি উপকৃত করবে ১৯ লক্ষ মানুষ এবং ১,৩০০ গ্রামকে।
এর ফলে সার, কয়লা, লৌহ আকরিক, ইস্পাত, সিমেন্ট, চুনা পাথর পরিবহণে গতি আসবে। প্রতি বছর আরও ৪৫ মিলিয়ন টন পণ্য পরিবহণে সক্ষম হয়ে উঠবে ভারতীয় রেল। প্রকল্পগুলি রূপায়িত হবে পরিবেশ-বান্ধব পন্থায়।