প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আজ তরঙ্গ হিল-অম্বাজি-আবু রোড রেলপথ নির্মাণের প্রস্তাবটি অনুমোদিত হয়। প্রায় ২,৭৯৮ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে এই রেলপথ নির্মাণের কাজ শেষ হবে ২০২৬-২৭ সাল নাগাদ। প্রস্তাবিত রেলপথটির দৈর্ঘ্য ১১৬.৬৫ কিলোমিটার। প্রকল্পটি রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার সুবাদে সংশ্লিষ্ট অঞ্চলের আর্থ-সামাজিক চিত্রটাও অনেকাংশে বদলে যাবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নতুন ভারত গড়ে তোলার অভিযানের এক বিশেষ অঙ্গ হিসেবে এই প্রকল্পটি রূপায়িত হতে চলেছে।
উল্লেখ্য, অম্বাজি হল তীর্থযাত্রী ও পূণ্যার্থীদের এক বিশেষ গন্তব্যস্থল। ভারতের ৫১টি শক্তিপীঠের অন্যতম হল এই স্থানটি। গুজরাট সহ দেশের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। তরঙ্গ-তে অবস্থিত অজিতনাথ জৈন মন্দির দর্শনার্থীরাও বিশেষভাবে উপকৃত হবেন এই রেলপথ নির্মাণের কাজ সম্পূর্ণ হলে কারণ, তরঙ্গ হিল-অম্বাজি-আবু রোড রেলপথটি অম্বাজি এবং অজিতনাথ জৈন মন্দিরের মধ্যে সংযোগ স্থাপন করবে। এছাড়াও, কৃষিপণ্য সহ অঞ্চলের অন্যান্য পণ্যসামগ্রী সরবরাহের ক্ষেত্রেও এই রেলপথটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া, বর্তমানের আমেদাবাদ-আবু রোড রেলপথের একটি বিকল্প রুট হিসেবেও নতুন রেলপথটি চিহ্নিত হবে।