প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে দেশে আওতার বাইরে থাকা জেলাগুলিতে আরও ২৮টি নতুন নবোদয় বিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দুটি জেলা – পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রাম। নবোদয় বিদ্যালয় প্রকল্প (কেন্দ্রীয় প্রকল্প)-এর অধীনে এই অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থবর্ষ পর্যন্ত ৫ বছরে এই ২৮টি নবোদয় বিদ্যালয় তৈরিতে খরচ ধরা হয়েছে ২৩৫৯.৮২ কোটি টাকা।
এক একটি নবোদয় বিদ্যালয়ে মোট ৫৬০ জন ছাত্রছাত্রীর পড়াশোনার ব্যবস্থা থাকবে। এর ফলে উপকৃত হবে ১৫, ৬৮০ জন পড়ুয়া। এক একটি পূর্ণাঙ্গ নবোদয় বিদ্যালয়ে ৪৭ জনের কর্মসংস্থান হবে। অর্থাৎ ২৮টিতে মোট ১৩১৬ জনের সরাসরি চাকরি হবে।
আবাসিক বিদ্যালয় হওয়ার কারণে প্রতিটি নবোদয় বিদ্যালয়ে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধাবী ছাত্রছাত্রীরা এইসব বিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগ পাবেন। ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে। সব মিলিয়ে এই বিদ্যালয়গুলিতে প্রতি বছর ষষ্ঠ শ্রেণিতে প্রায় ৪৯, ৬৪০ জন পড়ুয়া ভর্তির সুযোগ পাবে।