আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি পণ্য সম্ভার আমদানির জন্য মন্ত্রক এবং কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা (সিপিএসই)এর চালু করা বিশ্বব্যাপি দরপত্রে ভারতীয় জাহাজ সংস্থাগুলিকে ৫ বছরের বেশি সময়ে ১ হাজার ৬২৪ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে।
চলতি বছরের পয়লা ফেব্রুয়ারীর পর এবং ভারতের পতাকাবাহী জাহাজ ও ১০ বছরের কম সময় ধরে ভারতের পতাকা বহন করছে এমন জাহাজ, তাদের ১৫ শতাংশ হারে ভর্তুকি সহায়তা প্রদান করা হবে। ১০-২০ বছর ভারতের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রে ১০ শতাংশ হারে ভর্তুকি সহায়তা প্রদান করা হবে। আর্থিক সহায়তা সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রক/বিভাগে প্রদান করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের পরে এই জাহাজগুলির ক্ষেত্রে কেবলমাত্র ভর্তুকি সহায়তা বৃদ্ধি করা হবে। প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক/বিভাগে ব্যয়ের জন্য তহবিল বরাদ্দ করা হবে। ২০ বছরের বেশি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি এই প্রকল্পের আওতায় কোনো ভর্তুকি সহায়তার জন্য যোগ্য হবেনা। ৫ বছর পরে এই প্রকল্পের বিষয়ে পর্যালোচনা করা হবে।
চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২১-২২ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় ভারতীয় পতাকাবাহী জাহাজগুলির সমস্যার বিষয় তুলে ধরে তাদের ভর্তুকি সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন। ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলির উন্নতি সাধনে ৫ বছরের বেশি সময় ধরে আর্থিক সহায়তা প্রদানের জন্য ১ হাজার ৬২৪ কোটি টাকার একটি প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। বিশ্বের সেরা জাহাজ নিবন্ধীকরণগুলির মতো ৭২ ঘণ্টার মধ্যে অনলাইনে জাহাজ নিবন্ধীকরণ প্রক্রিয়া চালু করা হবে। এতে ভারতের জাহাজগুলির নিবন্ধীকরণ প্রক্রিয়া সহজ হবে। এই প্রকল্পটির বিষয়ে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার জন্য একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়ন হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, এমনকি জাহাজে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। পাশাপাশি দেশে জাহাজের সঙ্গে যুক্ত শিল্প যেমন জাহাজ মেরামত, জাহাজ নির্মাণ ইত্যাদি ক্ষেত্র পরোক্ষভাবে কর্মসংস্থানও সৃষ্টি হবে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের আর্থিক বিকাশের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলির উন্নতি সাধন সম্ভব হবে। এমনকি পণ্য সম্ভার আমদানি করার ক্ষেত্রে ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের দরজা খুলে যাবে।