প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা তৃতীয় দফায় ২৩৪টি পরিষেবা বঞ্চিত শহরে ৭৩০টি বেসরকারি এফএম রেডিও চালু করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে আনুমানিক ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৮৪.৮৭ কোটি টাকা।
মন্ত্রিসভা প্রস্তাবিত এই এফএম চ্যানেলগুলির বার্ষিক লাইসেন্স ফি জিএসটি বাদ দিয়ে মোট রাজস্বের ৪% হবে বলে স্থির করেছে।
মাতৃভাষায় স্থানীয় প্রশ্নে প্রাসঙ্গিক বিষয়বস্তু ঘিরে সম্প্রচার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি এখানে লক্ষ্য।
নতুন এই এলাকাগুলির মধ্যে রয়েছে বেশ কয়েকটি উচ্চাভিলাষী, উগ্র বামপন্থা প্রভাবিত এবং সীমান্ত অঞ্চল।
মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত অনুসারে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে ৩টি, বহরমপুরে ৪টি, বালুরঘাটে ৩টি, বনগাঁও-এ ৩টি, বাঁকুড়ায় ৩টি, বর্ধমানে ৪টি, দার্জিলিং-এ ৩টি, ধুলিয়ানে ৩টি, ইংলিশ বাজারে ৪টি, খড়গপুরে ৩টি, কৃষ্ণনগরে ৩টি, পুরুলিয়ায় ৩টি এবং রায়গঞ্জে ৩টি এফএম রেডিও স্টেশন গড়ে তোলা হবে।
এছাড়াও ওড়িশায় ১৯টি, ঝাড়খণ্ডে ১৯টি, ছত্তিশগড়ে ৯টি, বিহারে ৫৭টি, অসমে ১৮টি এফএম রেডিও স্টেশন গড়ে উঠবে। জম্মু-কাশ্মীরের অনন্তনাগে গড়ে তোলা হবে ৩টি রেডিও স্টেশন।