The Scheme now includes e-vouchers, streamlining the EV buying process easier than ever
Scheme paves the way for electric ambulances – crucial step towards integrating EVs in to the health sector
Significant move for greener healthcare solutions
To give extra incentives for purchasing e-truck after scrapping old truck
Scheme aims to enhance vehicle testing infrastructure with dedicating fund of Rs.780 crore for developing testing agencies
Will enhance electric vehicle mobility in India

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারি শিল্প মন্ত্রকের প্রস্তাব মতো ‘পিএম ইলেক্ট্রিক ড্রাইভ রেভেলিউশন ইন ইনোভেটিভ ভেহিকেল এনহ্যান্সমেন্ট (পিএম ই-ড্রাইভ)’ কর্মসূচি রূপায়ণ অনুমোদন করেছে। দেশে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ। এর জন্য দু’বছরে খরচ হবে ১০ হাজার ৯০০ কোটি টাকা। এই কর্মসূচির প্রধান বৈশিষ্ট্যগুলি হ’ল –
৩ হাজার ৬৭৯ কোটি টাকার ভর্তুকি বা উৎসাহভাতা দেওয়া হবে ই-২ হুইলার, ই-৩ হুইলার, ই-অ্যাম্বুলেন্স, ই-ট্রাক এবং অন্যান্য বিদ্যুৎ চালিত গাড়িগুলি। ২৪.৭৯ লক্ষ ই-টু হুইলার, ৩.১৬ লক্ষ ই-থ্রি হুইলার এবং ১৪ হাজার ২৮টি ই-বাস’কে সাহায্য করবে এই কর্মসূচি।
বিদ্যুৎ চালিত গাড়ির ক্রেতাদের জন্য ই-ভাউচারের প্রবর্তন করছে কেন্দ্রীয় ভারি শিল্প মন্ত্রক। বিদ্যুৎ চালিত গাড়ি কেনার সময় ক্রেতার জন্য আধার মারফৎ একটি ই-ভাউচার তৈরি করা হবে। ক্রেতার নথিভুক্ত মোবাইল নম্বরে লিঙ্ক পাঠানো হবে এই ভাউচারটি ডাউনলোড করার জন্য।
ক্রেতা ই-ভাউচারে স্বাক্ষর করে ডিলারকে দিলে এই কর্মসূচিতে প্রাপ্ত উৎসাহভাতা পাওয়া যাবে। এরপর, ডিলারও সেটিতে স্বাক্ষর করবে এবং পিএম ই-ড্রাইভ পোর্টালে আপলোড করে দেবে। স্বাক্ষরিত ই-ভাউচার এসএমএস – এর মাধ্যমে পাঠানো হবে ক্রেতা ও ডিলারের কাছে।
ই-অ্যাম্বুলেন্সের জন্য এই কর্মসূচিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি ভারত সরকারের নতুন উদ্যোগ, যাতে রোগী পরিবহণে স্বাচ্ছন্দ্য বাড়াতে ই-অ্যাম্বুলেন্সের ব্যবহার বৃদ্ধি পাবে।
৪ হাজার ৩৯১ টাকা দেওয়া হবে ১৪ হাজার ২৮টি ই-বাস কেনার জন্য। ৪০ লক্ষেরও বেশি মানুষের বসবাস এমন ৯টি শহরকে বেছে নেওয়া হবে, যার মধ্যে রয়েছে কলকাতা। রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করে ইন্টারসিটি এবং ইন্টার স্টেট ই-বাসকেও সাহায্য দেওয়া হবে। 
এই ক্ষেত্রে প্রথম সেই শহর ও রাজ্যগুলিকে বাস বরাদ্দ করা হবে, যেখানে পুরনো বাস বাতিল করা হয়েছে কেন্দ্রীয় বিধি নির্দেশিকা মেনে। 
বায়ু দূষণের প্রধান কারণ বলে ধরা হয় ট্রাককে। ই-ট্রাক কেনার জন্য উৎসাহভাতা হিসেবে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি তাঁদেরই দেওয়া হবে, যাঁরা অনুমোদিত গাড়ি বাতিল কেন্দ্রের মাধ্যমে গাড়ি বাতিলের শংসাপত্র পেয়েছে। 
ইলেক্ট্রিক ভেহিকেল পাবলিক চার্জিং স্টেশন স্থাপন করতে এই কর্মসূচিতে বিশেষ জোর দেওয়া হবে। মনোনীত কয়েকটি শহরে এবং মহাসড়কে এগুলি স্থাপন করা হবে, যেখানে বেশি করে বিদ্যুৎ চালিত গাড়ি চলে। এর জন্য বরাদ্দ করা হবে ২ হাজার কোটি টাকা।
দেশে বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভারি শিল্প মন্ত্রকের পরীক্ষা করার সংস্থাগুলির আধুনিকীকরণ করা হবে। এর জন্য খরচ ধরা হয়েছে ৭৮০ কোটি টাকা।
এই কর্মসূচিতে পরিবহণের মূল ব্যবস্থা হিসেবে গণপরিবহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পিএম ই-ড্রাইভ কর্মসূচির লক্ষ্য যাতে পরিবহণের জন্য পরিবেশ দূষণ না হয় এবং বাতাসের গুণমান বাড়ে।
আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রতিযোগিতামুখী, দক্ষ, বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদন শিল্পের প্রসারে জোর দেওয়া হবে এই কর্মসূচিতে। 
ভারত সরকারের এই উদ্যোগ পরিবেশ দূষণ এবং জ্বালানী নিরাপত্তার পাশাপাশি দীর্ঘস্থায়ী পরিবহণের সমাধান মিলবে। এতে বিদ্যুৎ চালিত গাড়ি ক্ষেত্র এবং সংশ্লিষ্ট সরবরাহ-শৃঙ্খলে লগ্নি বাড়বে। উল্লেখযোগ্যভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। চার্জিং পরিকাঠামো তৈরি ও স্থাপনের মাধ্যমেও কর্মসংস্থান তৈরি হবে। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi visits the Indian Arrival Monument
November 21, 2024

Prime Minister visited the Indian Arrival monument at Monument Gardens in Georgetown today. He was accompanied by PM of Guyana Brig (Retd) Mark Phillips. An ensemble of Tassa Drums welcomed Prime Minister as he paid floral tribute at the Arrival Monument. Paying homage at the monument, Prime Minister recalled the struggle and sacrifices of Indian diaspora and their pivotal contribution to preserving and promoting Indian culture and tradition in Guyana. He planted a Bel Patra sapling at the monument.

The monument is a replica of the first ship which arrived in Guyana in 1838 bringing indentured migrants from India. It was gifted by India to the people of Guyana in 1991.