প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেমিকন্ডাক্টর বাস্তুতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের লক্ষ্যে কাইনসিস সেমিকন প্রাইভেট লিমিটেডের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
সানন্দ শহরে এই প্রস্তাবিত ইউনিটটি গড়ে তুলতে ৩,৩০০ কোটি টাকা বিনিয়োগ হবে। এই ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে দৈনিক ৬০ লক্ষ চিপ উৎপাদন।
এই ইউনিটে উৎপাদিত চিপ বহু ক্ষেত্রের বৈদ্যুতিন অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম হবে। এই ক্ষেত্রগুলোর মধ্যে আছে শিল্প ক্ষেত্র, স্বয়ংচালিত ক্ষেত্র বা অটোমেশন, বৈদ্যুতিক যানবাহন, ভোক্তা সরবরাহের ইলেকট্রনিক্স, টেলিকম, মোবাইল ফোন ইত্যাদি।
ভারতে সেমিকন্ডাক্টর নির্মাণ, উৎপাদন ও বিকাশের জন্য বাস্তুতন্ত্র গড়ার লক্ষ্যে সরকার ৭৬,০০০ কোটি টাকার বাজেট সংস্থান সহকারে 'প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট অফ সেমিকন্ডাক্টর এন্ড ডিসপ্লে ম্যানুফেকচারিং ইকোসিস্টেম প্রোগ্রাম' কর্মসূচি নিয়ে ২০২১-র ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে।
কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটের সানন্দে একটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের প্রথম প্রস্তাব অনুমোদন করে ২০২৩ সালের জুন মাসে।
এবছর, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আরও তিনটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনায় অনুমোদন দেওয়া হয়। গুজরাটের ধোলেরায় একটি এবং অসমের মরিগাঁওয়ে আরো একটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের কাজ করে চলছে টাটা ইলেকট্রনিক্স। সিজি পাওয়ার সংস্থা গুজরাটের সানন্দে আরেকটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন করার কাজ করছে।
চারটি সেমিকন্ডাক্টর ইউনিটেরই নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং অদূর ভবিষ্যতে এদেরকে ঘিরে এক উজ্জ্বল ও শক্তিশালী সেমিকন্ডাক্টর বাস্তুতন্ত্র গড়ে উঠবে। এই চারটি ইউনিট মিলে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আনবে। এই ইউনিটগুলির মোট উৎপাদন ক্ষমতা দৈনিক প্রায় ৭ কোটি চিপ।
Yet another boost to India's efforts towards becoming a hub for semiconductors. The Cabinet approves one more semiconductor unit under the India Semiconductor Mission. To be set up in Sanand, this will cater to a wide range of sectors and also give employment to several youth.…
— Narendra Modi (@narendramodi) September 2, 2024