প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ফসফেট-ঘটিত এবং পটাশযুক্ত সারের ওপর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত রবি মরশুমে পুষ্টি ভিত্তিক ভর্তুকির হারের অনুমোদন দেওয়া হয়েছে। এরজন্য প্রায় ২৪,৪৭৫ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।
এরফলে কৃষকরা ব্যয়সাশ্রয়ী মূল্যে ভর্তুকিযুক্ত সার পাবেন। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ফসফেট-ঘটিত এবং পটাশযুক্ত সারের মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব কৃষকদের ওপর পড়বে না। ১ অক্টোবর থেকে আগামী মার্চ ৩১ মার্চ পর্যন্ত অর্থাৎ রবি মরশুমে এই হার কার্যকর থাকবে।
हमारे किसान भाई-बहनों को निरंतर सस्ती दरों पर खाद की आपूर्ति जारी रहे, इसके लिए हमने 2024 के रबी सीजन के लिए पोषक तत्व आधारित सब्सिडी की दरों को स्वीकृति प्रदान की है। इस कदम से देशभर के अन्नदाताओं की खेती की लागत भी कम होगी।https://t.co/NRwHn2p68d
— Narendra Modi (@narendramodi) September 18, 2024