প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ফসফেট ও পটাসিয়াম সারের ওপর পুষ্টি ভিত্তিক ভর্তুকি (এনবিএস)-তে অনুমোদন দেওয়া হয়েছে।
আসন্ন রবি মরশুমে (২০২৩-২৪) এই ভর্তুকি বাবদ ২২,৩০৩ কোটি টাকা ব্যয় হবে বলে মনে করা হচ্ছে।
চাষীরা যাতে সহজলভ্য দামে তাঁদের ক্রয়ক্ষমতার মধ্যে সার কিনতে পারেন, সেজন্য এই ভর্তুকি দেওয়া হয়ে থাকে। সব মিলিয়ে ২৫ ধরনের সারে এই ভর্তুকি প্রদান করা হয়।