প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার উত্তর-পূর্বাঞ্চলশিল্প উন্নয়ন প্রকল্প (এন.ই.আই.ডি.এস.), ২০১৭-এর অনুমোদন দিল, যার জন্য ২০২০ সালেরমার্চ মাস পর্যন্ত আর্থিক বরাদ্দ ধরা হয়েছে ৩০০০ কোটি টাকা| সরকার ২০২০ সালেরমার্চ মাসের আগে মূল্যায়নের পর প্রকল্পের বাকি মেয়াদের জন্য প্রয়োজনীয় বরাদ্দপ্রদান করবে| এন.ই.আই.ডি.এস. হচ্ছে অধিক বরাদ্দের সঙ্গে আগের দুটি প্রকল্পেরঅধীনের সহায়তাগুলোর সম্মিলিত বিষয়|

বিবরণ:

উত্তর-পূর্বাঞ্চলেররাজ্যগুলোতে কর্মসংস্থানকে উত্সাহিত করার জন্য সরকার এই প্রকল্পের মাধ্যমেপ্রাথমিকভাবে এম.এস.এম.ই. ক্ষেত্রগুলোকে উত্সাহ দিচ্ছে| সরকার এই প্রকল্পে মাধ্যমেকর্মসংস্থান সৃষ্টি করার জন্য সুনির্দিষ্ট সহায়তাও দিচ্ছে|

সরকারের অন্য প্রকল্পগুলোর একবা একাধিক ক্ষেত্রে সুবিধা পাওয়া সমস্ত যোগ্য শিল্পকেন্দ্রগুলোও এই প্রকল্পেসুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে|

এই প্রকল্পের অধীনে সিকিম সহউত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে স্থাপিত নতুন শিল্প কেন্দ্রগুলোকে নিম্নলিখিতসহায়তা প্রদান করা হবে:

ঋণ লভ্যতার জন্য কেন্দ্রীয় মূলধন বিনিয়োগ সহায়তা (সি.সি.আই.আই.এ.সি.)

প্ল্যান্ট ও মেশিনারির প্রতি ইউনিটে সর্বোচ্চ পাঁচ কোটি টাকার সীমার হিসেবে ৩০ শতাংশ বিনিয়োগ সহায়তা|

কেন্দ্রীয় সুদ সহায়তা (সি.আই.আই.)

কোনো কেন্দ্রের বাণিজ্যিক উত্পাদন শুরু করার তারিখ থেকে প্রথম পাঁচ বছরের জন্য যোগ্য ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানের প্রদত্ত চালু মূলধনের অগ্রিম ঋণের ৩ শতাংশ|

কেন্দ্রীয় ব্যাপক বিমা উদ্দীপক (সি.সি.আই.আই.)

বিল্ডিং এবং প্ল্যান্ট ও মেশিনারির বিমার ক্ষেত্রে বাণিজ্যিক উত্পাদন শুরু করার তারিখ থেকে প্রথম পাঁচ বছরের জন্য বিমার কিস্তির ১০০ শতাংশ ব্যয়-পরিশোধ

পণ্য ও পরিষেবা করের (জি.এস.টি.) ব্যয়-পরিশোধ

কোনো কেন্দ্রের বাণিজ্যিক উত্পাদন শুরু করার তারিখ থেকে প্রথম পাঁচ বছরের জন্য সি.জি.এস.টি. এবং আই.জি.এস.টি.-তে কেন্দ্রীয় সরকারের অংশ পর্যন্ত ব্যয়-পরিশোধ

আয়কর (আই.টি.) ব্যয়-পরিশোধ

কোনো কেন্দ্রের বাণিজ্যিক উত্পাদন শুরু করার তারিখ থেকে প্রথম পাঁচ বছরের জন্য আয়করের কেন্দ্রীয় সরকারের অংশ পর্যন্ত ব্যয়-পরিশোধ

পরিবহন সহায়তা (টি.আই.)

*তৈরি পণ্য রেলের মাধ্যমে আনা-নেওয়ার ক্ষেত্রে বর্তমানে রেল/রেলওয়ের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা যে ভর্তুকি দিয়ে থাকে তার সঙ্গে পরিবহনের খরচের ২০ শতাংশ|

*ভারতের অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষের মাধ্যমে কোনো তৈরি পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে ব্যয়ের ২০ শতাংশ|

*দেশের যেকোনো বিমানবন্দর থেকে উত্পাদনস্থল পর্যন্ত বিমানে করে পচনশীল পণ্য (আই.এ.টি.এ.-এর নির্ধারিত) নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবহন ব্যয়ের ৩৩ শতাংশ|

কর্মসংস্থান সহায়তা (ই.আই.)

প্রধানমন্ত্রী রোজগার প্রোত্সাহন যোজনায় (পি.এম.আর.পি.ওয়াই.) সরকার কর্মপ্রদাতার বিনিয়োগের ৮.৩৩ শতাংশ যে কর্মচারী পেনশন প্রকল্পে (ই.পি.এস.) দিয়ে থাকে, তার পাশাপাশি কর্মচারী ভবিষ্যনিধিতে (ই.পি.এফ.) কর্মপ্রদাতার অবদানের ৩.৬৭ শতাংশ|

প্রতিটি ইউনিটের ক্ষেত্রেসমস্ত উপাদানের সম্মিলিত সহায়তা প্রদানের সর্বোচ্চ সীমা হবে ২০০ কোটি টাকা| নতুনএই প্রকল্প উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে শিল্প স্থাপনে উত্সাহিত করবে এবং তাতেকর্মসংস্থান সৃষ্টি হবে ও আয় বৃদ্ধি পাবে|

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 25 ডিসেম্বর 2024
December 25, 2024

PM Modi’s Governance Reimagined Towards Viksit Bharat: From Digital to Healthcare