প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার উত্তর-পূর্বাঞ্চলশিল্প উন্নয়ন প্রকল্প (এন.ই.আই.ডি.এস.), ২০১৭-এর অনুমোদন দিল, যার জন্য ২০২০ সালেরমার্চ মাস পর্যন্ত আর্থিক বরাদ্দ ধরা হয়েছে ৩০০০ কোটি টাকা| সরকার ২০২০ সালেরমার্চ মাসের আগে মূল্যায়নের পর প্রকল্পের বাকি মেয়াদের জন্য প্রয়োজনীয় বরাদ্দপ্রদান করবে| এন.ই.আই.ডি.এস. হচ্ছে অধিক বরাদ্দের সঙ্গে আগের দুটি প্রকল্পেরঅধীনের সহায়তাগুলোর সম্মিলিত বিষয়|
বিবরণ:
উত্তর-পূর্বাঞ্চলেররাজ্যগুলোতে কর্মসংস্থানকে উত্সাহিত করার জন্য সরকার এই প্রকল্পের মাধ্যমেপ্রাথমিকভাবে এম.এস.এম.ই. ক্ষেত্রগুলোকে উত্সাহ দিচ্ছে| সরকার এই প্রকল্পে মাধ্যমেকর্মসংস্থান সৃষ্টি করার জন্য সুনির্দিষ্ট সহায়তাও দিচ্ছে|
সরকারের অন্য প্রকল্পগুলোর একবা একাধিক ক্ষেত্রে সুবিধা পাওয়া সমস্ত যোগ্য শিল্পকেন্দ্রগুলোও এই প্রকল্পেসুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে|
এই প্রকল্পের অধীনে সিকিম সহউত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে স্থাপিত নতুন শিল্প কেন্দ্রগুলোকে নিম্নলিখিতসহায়তা প্রদান করা হবে:
ঋণ লভ্যতার জন্য কেন্দ্রীয় মূলধন বিনিয়োগ সহায়তা (সি.সি.আই.আই.এ.সি.)
প্ল্যান্ট ও মেশিনারির প্রতি ইউনিটে সর্বোচ্চ পাঁচ কোটি টাকার সীমার হিসেবে ৩০ শতাংশ বিনিয়োগ সহায়তা|
কেন্দ্রীয় সুদ সহায়তা (সি.আই.আই.)
কোনো কেন্দ্রের বাণিজ্যিক উত্পাদন শুরু করার তারিখ থেকে প্রথম পাঁচ বছরের জন্য যোগ্য ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানের প্রদত্ত চালু মূলধনের অগ্রিম ঋণের ৩ শতাংশ|
কেন্দ্রীয় ব্যাপক বিমা উদ্দীপক (সি.সি.আই.আই.)
বিল্ডিং এবং প্ল্যান্ট ও মেশিনারির বিমার ক্ষেত্রে বাণিজ্যিক উত্পাদন শুরু করার তারিখ থেকে প্রথম পাঁচ বছরের জন্য বিমার কিস্তির ১০০ শতাংশ ব্যয়-পরিশোধ
পণ্য ও পরিষেবা করের (জি.এস.টি.) ব্যয়-পরিশোধ
কোনো কেন্দ্রের বাণিজ্যিক উত্পাদন শুরু করার তারিখ থেকে প্রথম পাঁচ বছরের জন্য সি.জি.এস.টি. এবং আই.জি.এস.টি.-তে কেন্দ্রীয় সরকারের অংশ পর্যন্ত ব্যয়-পরিশোধ
আয়কর (আই.টি.) ব্যয়-পরিশোধ
কোনো কেন্দ্রের বাণিজ্যিক উত্পাদন শুরু করার তারিখ থেকে প্রথম পাঁচ বছরের জন্য আয়করের কেন্দ্রীয় সরকারের অংশ পর্যন্ত ব্যয়-পরিশোধ
পরিবহন সহায়তা (টি.আই.)
*তৈরি পণ্য রেলের মাধ্যমে আনা-নেওয়ার ক্ষেত্রে বর্তমানে রেল/রেলওয়ের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা যে ভর্তুকি দিয়ে থাকে তার সঙ্গে পরিবহনের খরচের ২০ শতাংশ|
*ভারতের অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষের মাধ্যমে কোনো তৈরি পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে ব্যয়ের ২০ শতাংশ|
*দেশের যেকোনো বিমানবন্দর থেকে উত্পাদনস্থল পর্যন্ত বিমানে করে পচনশীল পণ্য (আই.এ.টি.এ.-এর নির্ধারিত) নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবহন ব্যয়ের ৩৩ শতাংশ|
কর্মসংস্থান সহায়তা (ই.আই.)
প্রধানমন্ত্রী রোজগার প্রোত্সাহন যোজনায় (পি.এম.আর.পি.ওয়াই.) সরকার কর্মপ্রদাতার বিনিয়োগের ৮.৩৩ শতাংশ যে কর্মচারী পেনশন প্রকল্পে (ই.পি.এস.) দিয়ে থাকে, তার পাশাপাশি কর্মচারী ভবিষ্যনিধিতে (ই.পি.এফ.) কর্মপ্রদাতার অবদানের ৩.৬৭ শতাংশ|
প্রতিটি ইউনিটের ক্ষেত্রেসমস্ত উপাদানের সম্মিলিত সহায়তা প্রদানের সর্বোচ্চ সীমা হবে ২০০ কোটি টাকা| নতুনএই প্রকল্প উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে শিল্প স্থাপনে উত্সাহিত করবে এবং তাতেকর্মসংস্থান সৃষ্টি হবে ও আয় বৃদ্ধি পাবে|