প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি ত্রিপুরায় ২০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই – হরিনা ১৩৫ কিলোমিটার অংশের উন্নয়ন ও সম্প্রসারণের অনুমোদন দিয়েছে।
এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮৬.৭৮ কোটি টাকা। এর মধ্যে ওডিএ কর্মসূচির আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ঋণ বাবদ দেবে ১,৫১১.৭০ কোটি টাকা। এর সুবাদে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগ নিবিড় হবে এবং জাতীয় সড়ক ৮ ছাড়াও ত্রিপুরা থেকে আসাম ও মেঘালয়ে যাওয়ার বিকল্প সড়ক তৈরি হবে। এর ফলে, কৈলাশহর, কমলপুর এবং খোয়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে যাতায়াতের পথও সুগম হবে এবং স্থল বাণিজ্যে গতি আসবে।