প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত রাষ্ট্রীয় গোকুল মিশনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। পশুপালন ক্ষেত্রের উন্নতি ঘটানোর জন্য এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে এই প্রকল্পে ব্যয় হবে ৩,৪০০ কোটি টাকা। মন্ত্রিসভার বর্তমান প্রস্তাবে ২০২৪-২৫ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত সময়কালে অতিরিক্ত ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

সংশোধিত রাষ্ট্রীয় গোকুল মিশনের দুটি উল্লেখযোগ্য দিক হল – 
(১) বকনা বাছুরের প্রতিপালনের জন্য ৩০টি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে সরকার এককালীন ৩৫ শতাংশ মূলধনের যোগান দেবে। এর ফলে, মোট ১৫ হাজার এ ধরনের ব্যবস্থাপনা গড়ে উঠবে। 
(২) উন্নত প্রজাতির বকনা বাছুর কিনতে গো-পালকদের উৎসাহিত করা হবে। এ কারণে কৃষকরা দুগ্ধ ইউনিয়ন / আর্থিক প্রতিষ্ঠান / ব্যাঙ্কগুলি থেকে যদি ঋণ নেন, তাহলে সেই ঋণের সুদের ৩ শতাংশ অর্থ সরকার প্রদান করবে। এভাবে উন্নত প্রজাতির বকনা বাছুর পাওয়া যাবে।

রাষ্ট্রীয় গোকুল মিশনের উদ্দেশ্য হল বীর্য সংগ্রহ করে সেগুলির সংরক্ষণ, কৃত্রিমভাবে গোরুর গর্ভে বীর্য স্থাপন, উন্নতমানের ষাঁড়ের জন্ম দেওয়া, গো-পালকদের মধ্যে সচেতনতা গড়ে তোলা, আরও বেশি সংখ্যক গবাদি পশুর জন্মের জন্য কেন্দ্রীয় স্তরে একটি ব্যবস্থাপনা গড়ে তোলা।

রাষ্ট্রীয় গোকুল মিশন বাস্তবায়নের ফলে দেশে গত ১০ বছরে ৬৩.৫৫ শতাংশ বেশি দুধ উৎপাদন হচ্ছে। ২০১৩-১৪ অর্থ বছরে মাথাপিছু ৩০৭ গ্রাম দুধ উৎপাদন হত। ২০২৩-২৪ অর্থবর্ষে এই পরিমাণ ২৬.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭১ গ্রামে পৌঁছেছে। 

দেশজুড়ে কৃত্রিমভাবে গোরুর গর্ভে বীর্য স্থাপনের মধ্য দিয়ে উন্নতমানের গবাদি পশু জন্ম দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এর আওতায় দেশের ৬০৫টি জেলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঐ অঞ্চলগুলিতে সংশ্লিষ্ট পদ্ধতি প্রয়োগ করে ৫০ শতাংশের কম উন্নতমানের গবাদি পশুর জন্ম দেওয়া হয়। সংশোধিত রাষ্ট্রীয় গোকুল মিশনে এই ছবিটির বদল ঘটানো হবে। এ পর্যন্ত ৫ কোটি ২১ লক্ষ গো-পালক ও ৮ কোটি ৩৯ লক্ষ গবাদি পশু এই প্রকল্প থেকে উপকৃত হয়েছে। দেশজুড়ে ২২টি ভিট্রো ফার্টিলাইজেশন ল্যাব তৈরি করা হয়েছে। দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত প্রজাতির গবাদি পশুর জন্ম দিতে সরকার দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এবং আইসিএআর ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সেস দেশীয় পদ্ধতিতে উন্নত প্রজাতির গবাদি পশু চাষ করছে। এই উদ্যোগগুলির ফলে আগামীদিনে দেশে আরও বেশি পরিমাণে দুধ উৎপাদন হবে। ফলস্বরূপ, গো-পালকদের আয় বাড়বে। দেশের ৮ কোটি ৫০ লক্ষ কৃষক দুগ্ধশিল্পের উন্নতিতে লাভবান হবেন। 

 

  • Gaurav munday April 23, 2025

    987
  • Bhupat Jariya April 17, 2025

    Jay shree ram
  • Kukho10 April 15, 2025

    PM Modi is the greatest leader in Indian history!
  • jitendra singh yadav April 12, 2025

    जय श्री राम
  • Jitendra Kumar April 12, 2025

    🙏🇮🇳❤️
  • Rajni Gupta April 11, 2025

    जय हो 🙏🙏🙏🙏
  • ram Sagar pandey April 10, 2025

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐जय माता दी 🚩🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏🌹🌹🙏🙏🌹🌹
  • Ashish deshmukh April 09, 2025

    Modi
  • Polamola Anji April 08, 2025

    bjp🔥🔥🔥
  • Polamola Anji April 08, 2025

    bjp🔥🔥
Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Net ECB inflows more than double in Apr-Feb; highest in at least 5 years

Media Coverage

Net ECB inflows more than double in Apr-Feb; highest in at least 5 years
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 24 এপ্রিল 2025
April 24, 2025

Citizens Appreciate PM Modi's Leadership: Driving India's Growth and Innovation