মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আজ পরিবেশ বান্ধব শক্তি করিডর (দ্বিতীয় পর্যায়)- আন্তঃরাজ্য সংবহন প্রণালীর আওতায় লাদাখে ১৩ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে।
    ২০২৯-৩০ অর্থবর্ষ নাগাদ এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। খরচ ধরা হয়েছে ২০,৭৭৩.৭০ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের তরফে দেওয়া হবে ৮,৩০৯.৪৮ কোটি টাকা- যা মোট খরচের ৪০ শতাংশ। 
    ওই অঞ্চলের বিশেষ ভূতাত্ত্বিক গঠন, চরম আবহাওয়া এবং প্রতিরক্ষার প্রশ্নে স্পর্শকাতরতার কথা মাথায় রেখে প্রকল্পটির রূপায়ণে উদ্যোগী হবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। কাজে লাগানো হবে অত্যাধুনিক ভোল্টেজ সোর্স কনভার্টার এবং এক্সট্রা হাই ভোল্টেজ অলটারনেটিং কারেন্ট প্রণালীকে। 
    এই সংবহন লাইন হিমাচলপ্রদেশ এবং পাঞ্জাবের মধ্যে দিয়ে গিয়ে হরিয়ানার কাইথালে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি লে-র এই প্রকল্পের সঙ্গে লাদাখ গ্রিডেরও সংযোগ থাকবে। তার ফলে ওই অঞ্চলে বিদ্যুৎ পরিষেবার প্রসার ঘটবে। প্রকল্পটির সঙ্গে যোগ থাকবে লে-আলুস্তেং-শ্রীনগর লাইনেরও। 
    ২০৩০ নাগাদ অজীবাশ্ম জ্বালানি থেকে ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে এই প্রকল্প। দেশের শক্তি নিরাপত্তা এবং কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রেও প্রকল্পটি বিশেষ ভূমিকা নেবে। পাশাপাশি বাড়বে কাজের সুযোগ।
প্রেক্ষাপট :
২০২০-র স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে ৭.৫ গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পার্ক গড়ে তোলার কথা জানিয়েছিলেন। বিস্তারিত সমীক্ষার পর এই প্রকল্প রূপায়ণের কর্ম পরিকল্পনা তৈরি করে নবায়নযোগ্য শক্তিমন্ত্রক। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
MSME exports touch Rs 9.52 lakh crore in April–September FY26: Govt tells Parliament

Media Coverage

MSME exports touch Rs 9.52 lakh crore in April–September FY26: Govt tells Parliament
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2025
December 21, 2025

Assam Rising, Bharat Shining: PM Modi’s Vision Unlocks North East’s Golden Era