নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জলসম্পদ বিভাগের কেন্দ্র অনুমোদিত প্রকল্প নদী উন্নয়ন এবং নদীর পুনরুজ্জীবন প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ (পঞ্চদশ অর্থ কমিশনের সময়কাল) এই পাঁচ বছরের জন্য ৪১০০ কোটি টাকা ব্যয়ে “বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এবং সীমান্ত এলাকা কর্মসূচি (এফএমবিএপি)” হাতে নেওয়া হয়। 

এই প্রকল্পের দুটি ভাগ:

ক) এফএমবিএপি-এর আওতাভুক্ত বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার অধীন ২৯৪০ কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য রাজ্যগুলিকে দেওয়ার সংস্থান রাখা হয়েছে। এই টাকায় রাজ্যগুলি বন্যা নিয়ন্ত্রণ, ভূমিক্ষয় রোধ, সমুদ্র তটভূমি ক্ষয় রোধ প্রভৃতি খাতে কেন্দ্র সাহায্যের টাকা কাজে লাগাতে পারবে। এক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের ৮টি এবং হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের মতো বিশেষ এলাকাভুক্ত রাজ্যগুলির জন্য একাজে ব্যয়ের ৯০ শতাংশই কেন্দ্রীয় অর্থ এবং ১০ শতাংশ ব্যয়ভার রাজ্যকে বহন করতে হবে। সাধারণ রাজ্যগুলির ক্ষেত্রে ৬০ শতাংশ অর্থ কেন্দ্রের এবং ৪০ শতাংশ অর্থ রাজ্যকে দিতে হবে।

খ) এফএমবিএপি-র আওতাধীন নদী ব্যবস্থাপনা এবং সীমান্ত এলাকা ক্ষেত্রে ১১৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় নদীগুলির ক্ষেত্রে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে যৌথভাবে বন্যা নিয়ন্ত্রণ, ভূমিক্ষয় রোধ, বন্যার আগাম সতর্কতা ঘোষণা কর্মসূচি, নদীর ওপর কোনো নির্মাণ সংক্রান্ত যৌথ প্রকল্প এসবের ক্ষেত্রে শতকরা ১০০ ভাগ অর্থই কেন্দ্রীয় সাহায্যভুক্ত হবে। 

বন্যা প্রতিরোধ ব্যবস্থাপনার দায় প্রাথমিকভাবে রাজ্যগুলির হলেও কেন্দ্র এক্ষেত্রে রাজ্যগুলির সাহায্যে এগিয়ে এসেছে। রাজ্যগুলিকে নদী ব্যবস্থাপনা এবং বন্যা প্রতিরোধ, নদীক্ষয় রোধ প্রভৃতি ক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্যোগ গ্রহণে উৎসাহ দিতে কেন্দ্রীয় অর্থ সাহায্যের সংস্থান রাখা হয়েছে। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Nokia exporting up to 70% of India production, says Tarun Chhabra

Media Coverage

Nokia exporting up to 70% of India production, says Tarun Chhabra
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 মার্চ 2025
March 04, 2025

Appreciation for PM Modi’s Leadership: Driving Self-Reliance and Resilience