প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ৪ বছরের (২০২৩ থেকে) জন্য ই-কোর্ট প্রকল্প পর্যায়-৩ অনুমোদিত হয়েছে। এর জন্য ৭ হাজার ২১০ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস’ – এর মন্ত্রকে সামনে রেখে বিচার ব্যবস্থায় প্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ই-কোর্ট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থায় ২০০৭ সাল থেকে ই-কোর্ট প্রকল্প রূপায়িত হয়ে আসছে এবং ২০২৩ সালে এর দ্বিতীয় পর্যায় শেষ হয়েছে।
প্রথম এবং দ্বিতীয় পর্বের সাফল্যকে সামনে রেখে তৃতীয় পর্যায়ে দেশের আদালতগুলিতে ই-ফাইলিং/ই-পেমেন্ট সহ ডিজিটাল, অনলাইন এবং কাগজবিহীন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে, বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান সংগ্রহের ক্ষেত্রে বিচারকদের কাজ অনেক সহজ হবে এবং সেই অনুযায়ী তাঁরা মামলার অগ্রাধিকার স্থির করতে পারবেন। তৃতীয় পর্যায়ের ই-কোর্টের মূল লক্ষ্য হ’ল – বিচার ব্যবস্থায় একটি সুসংহত প্রযুক্তি মঞ্চ গড়ে তোলা, যা আদালত, মামলাকারী এবং এর সঙ্গে যুক্ত অন্যান্যদের মধ্যে সমন্বয়সাধনের কাজ করবে।
কেন্দ্রীয় এই প্রকল্পটি বিচার বিভাগ, আইন ও বিচার মন্ত্রক, ভারত সরকার ও ই-কমিটি এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় রূপায়িত হবে। এর মাধ্যমে দেশের হাইকোর্টগুলিও বিচার ব্যবস্থার সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।