প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি আজ বিহারের শোনপুর ও দিঘার মধ্যে গঙ্গার ওপর ৪.৫৬ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের সেতু নির্মাণে অনুমোদন দিয়েছে। এই সেতুটি বর্তমানে চালু দিঘা – শোনপুর রেল তথা সড়ক সেতুর সমান্তরাল আরেকটি সেতু হিসেবে গড়ে উঠবে। এর ফলে, পাটনা ও সারণ জেলার মধ্যে সংযোগ আরও নিবিড় হবে।
প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৬৪.৪৫ কোটি টাকা। বিশেষত, দক্ষিণ ও উত্তর বিহারের সড়ক সংযোগ আরও জোরদার হবে এই সেতুর ফলে। এমনকি, যান চলাচলেও গতি আসবে।
The Cabinet has approved the construction of a new 6-lane bridge across River Ganga, connecting Digha and Sonepur in Bihar. This project will boost connectivity, spur economic growth and benefit lakhs of people across Bihar. https://t.co/MiivGjPXBK https://t.co/bsizx6bjkK
— Narendra Modi (@narendramodi) December 27, 2023