প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্য অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ উচ্চ জৈব উৎপাদনের লক্ষ্যে বায়ো-ই3 (অর্থনীতি, পরিবেশ ও কর্মসংস্থানের জন্য জৈব প্রযুক্তি) নীতি অনুমোদিত হয়েছে।
এই নীতির প্রধান দিকগুলি হল, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে উদ্ভাবন-কেন্দ্রিক সহায়তা এবং শিল্পোদ্যোগকে উৎসাহিত করা। এই নীতি অনুমোদনের ফলে জৈব প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ কর্মীবাহিনী গড়ে উঠবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এই নীতির ফলে সরকারের 'নেট জিরো' কার্বন অর্থনীতি এবং 'লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট'-এর মত সরকারি উদ্যোগগুলি শক্তিশালী হবে। বর্তমান যুগে জৈব প্রযুক্তি শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যের মতো ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বায়ো-ই3 নীতিতে নিম্নলিখিত বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হবে : উচ্চমানের জৈব ভিত্তিক রসায়ন; বায়োপলিমার ও এনজাইম; স্মার্ট প্রোটিন ও কার্যক্ষম খাদ্য; পরিবেশ উপযোগী চাষাবাদ; সামুদ্রিক ও মহাকাশ গবেষণা।