প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা একইসঙ্গে লোকসভা বিধানসভা এবং স্থানীয় প্রশাসনের নির্বাচন আয়োজন সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশগুলি গ্রহণ করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ-এর নেতৃত্বে এই কমিটি গঠিত হয়।
উচ্চপর্যায়ের কমিটির সুপারিশগুলি যেসব বিষয় বিবেচনা করে করা হয়েছে
১. ১৯৫১-১৯৬৭ সময়কালে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হত।
২. আইন কমিশনের ১৯৯৯ সালের ১৭০-তম প্রতিবেদন: ৫ বছরে লোকসভা এবং সকল বিধানসভায় একটি নির্বাচন।
৩. ২০১৫ সালের সংসদীয় কমিটির ৭৯তম প্রতিবেদন : একসঙ্গে দুটি পর্যায়ে সবকটি নির্বাচন আয়োজন করা হবে।
৪. শ্রী রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে।
৫. অনলাইনে https://onoe.gov.in/ এই প্রতিবেদন পাওয়া যাবে।
৬. একসঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে বিপুল সমর্থন প্রত্যক্ষ করা গেছে।
সুপারিশগুলি কার্যকর করার পন্থা-পদ্ধতি
১. দুটি পর্যায়ে কার্যকর করা হবে।
২. প্রথম পর্বে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হবে।
৩. দ্বিতীয় পর্বে সাধারণ নির্বাচনের ১০০ দিনের মধ্যে স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত ও পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
৪. সকল নির্বাচনের জন্য অভিন্ন ভোটার তালিকা।
৫. দেশজুড়ে এটি কার্যকর করতে বিস্তারিত আলোচনা করা হবে।
৬. বাস্তবায়নের জন্য একটি কমিটি তৈরি করা হবে।
The Cabinet has accepted the recommendations of the High-Level Committee on Simultaneous Elections. I compliment our former President, Shri Ram Nath Kovind Ji for spearheading this effort and consulting a wide range of stakeholders.
— Narendra Modi (@narendramodi) September 18, 2024
This is an important step towards making our…