বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
যোগাযোগ, জ্বালানি, বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান, নিরাপত্তা এবং মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে প্রধানমন্ত্রী ও বিমস্টেকের বিদেশ মন্ত্রীদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে বিমস্টেকের ভূমিকার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং নিরাপদ বিমস্টেক অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং ভারতের প্রতিবেশী প্রথম ও পূর্বের দিকে নজর দেওয়ার নীতিগুলির পাশাপাশি এই অঞ্চলে সকলের জন্য নিরাপত্তা এবং উন্নয়নে তার ‘সাগর’ দৃষ্টিভঙ্গি-র তাৎপর্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে আয়োজিত আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনের জন্য থাইল্যান্ডের প্রতি ভারতের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।
Glad to meet BIMSTEC Foreign Ministers. Discussed ways to strengthen regional cooperation, including connectivity, energy, trade, health, agriculture, science, security and people-to-people exchanges. Conveyed full support to Thailand for a successful Summit.@BimstecInDhaka pic.twitter.com/fJ9yvtYyXE
— Narendra Modi (@narendramodi) July 12, 2024